Advertisement
২৫ এপ্রিল ২০২৪
general-election-2019-national

বেশি খরচ, প্রশ্ন ২ বিজেপি প্রার্থীকে

কংগ্রেসের মুখপাত্র তাপস দে বলেছেন, ‘‘পশ্চিম আসনে ১১ এপ্রিল ভোট হওয়ার পর দিন আগরতলা শহরের কাছে একটি ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপারকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন বিজেপি প্রার্থী প্রতিমাদেবী। এই বিষয়টিও আমরা কমিশনকে জানিয়েছি।’’

নিজস্ব সংবাদদাতা
আগরতলা শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৯ ০২:৪৯
Share: Save:

প্রচার ও ভোটের কাজে সর্বোচ্চ সীমার চেয়ে বেশি খরচ করায় ত্রিপুরার দুই বিজেপি প্রার্থীর কাছে ব্যাখ্যা চেয়েছে নির্বাচন কমিশন। বিরোধীদের অভিযোগ, ভোটারদের প্রভাবিত করতে ওই টাকা খরচ করা হয়েছে। তাই পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী রেবতীমোহন ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী প্রতিমা ভৌমিকের প্রার্থীপদ বাতিল করা হোক। অভিযোগের ভিত্তিতে কমিশন তদন্ত শুরু করেছে। বিজেপি এতে আমল দিতে নারাজ। তাদের মুখপাত্রের বক্তব্য, ‘‘খরচ বেশি হলে কমিশন জবাবদিহি চাইতেই পারে।’’

কংগ্রেসের মুখপাত্র তাপস দে বলেছেন, ‘‘পশ্চিম আসনে ১১ এপ্রিল ভোট হওয়ার পর দিন আগরতলা শহরের কাছে একটি ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপারকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন বিজেপি প্রার্থী প্রতিমাদেবী। এই বিষয়টিও আমরা কমিশনকে জানিয়েছি।’’

প্রতিমাদেবীর বক্তব্য, ‘‘পুলিশ আধিকারিককে হুমকি দেওয়ার মানে হচ্ছে পুলিশের থেকে আমার ক্ষমতা বেশি। তাঁরা তবে চাকরি ছেড়ে দিলেই পারেন। জনসাধারণই আইন-শৃঙ্খলা সামলাবে!’’ পুলিশ জানিয়েছে, হুমকি দেওয়া নিয়ে পুরো রিপোর্ট চেয়েছিল কমিশন। তারা তা পাঠিয়ে দিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE