Advertisement
২৫ এপ্রিল ২০২৪

আজ ভোট অনন্তনাগে, মোতায়েন ৫০০ কোম্পানি

জম্মু-কাশ্মীরের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইট অনুযায়ী, অনন্তনাগ কেন্দ্রে এখন ১৩,৯৩,২৫১ সাধারণ ভোটার। পুরুষ ৭,২০,৩৩৭। মহিলা ৬,৭২,৮৭৯।

নিজস্ব সংবাদদাতা
শ্রীনগর শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৯ ০৩:২৮
Share: Save:

চূড়ান্ত ভারত-বিরোধিতা, হিংসার সম্ভাবনা, ভোটদানে অনীহা—সব মিলিয়ে লোকসভা ভোটে বিশেষ নজরে রয়েছে জম্মু-কাশ্মীরের অনন্তনাগ কেন্দ্র। এই কেন্দ্রে তিন দফায় ভোট করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আগামিকাল তার মধ্যে প্রথম দফা হবে অনন্তনাগ এলাকায়। ২৯ এপ্রিল ভোট হবে কুলগামে। ৬ মে শোপিয়ান ও পুলওয়ামায়।

জম্মু-কাশ্মীরের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইট অনুযায়ী, অনন্তনাগ কেন্দ্রে এখন ১৩,৯৩,২৫১ সাধারণ ভোটার। পুরুষ ৭,২০,৩৩৭। মহিলা ৬,৭২,৮৭৯। ৩৫ জন তৃতীয় লিঙ্গের। এ ছাড়া বাহিনীর জওয়ান-সহ ৪,০৪১ জন ‘সার্ভিস ভোটার’ ও ৭,৪৮৩ জন প্রতিবন্ধী রয়েছেন। নির্বাচন কমিশনের হিসেবে, ২০১৪-র লোকসভা ভোটের সময় থেকে এখনও পর্যন্ত কেন্দ্রের ভোটার সংখ্যা ৭.০৮% বেড়েছে। ওই কেন্দ্রে মোট ১৮৪২টি বুথ রয়েছে। গত লোকসভা ভোটে এই কেন্দ্রে ২৮.৮৪% ভোট পড়েছিল।

অনন্তনাগের উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন পিডিপি-র প্রধান মেহবুবা মুফতি, কংগ্রেসের গুলাম মহম্মদ মির, বিজেপির সোফি ইউসুফ ও ন্যাশনাল কনফারেন্সের হাসনেন মাসুদি।

হিংসার আশঙ্কায় অনন্তনাগ কেন্দ্রে প্রায় ৫০০ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হয়েছে। প্রায় ৩০০টি বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE