Advertisement
১৯ এপ্রিল ২০২৪

আডবাণীদের কাছে শাহ

বয়সের কারণে চলতি নির্বাচনে বর্ষীয়ান দুই নেতাকেই প্রার্থী না করার সিদ্ধান্ত নিয়েছে দল। উপরন্তু আডবাণীর গাঁধীনগর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন অমিত নিজে। 

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৯ ০৩:২৪
Share: Save:

দলের শীর্ষ দুই নেতা লালকৃষ্ণ আডবাণী ও মুরলীমনোহর জোশীর মানভঞ্জনে আসরে নামলেন বিজেপি সভাপতি অমিত শাহ।

বয়সের কারণে চলতি নির্বাচনে বর্ষীয়ান দুই নেতাকেই প্রার্থী না করার সিদ্ধান্ত নিয়েছে দল। উপরন্তু আডবাণীর গাঁধীনগর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন অমিত নিজে।

দলের এই মনোভাবে ঘনিষ্ঠ মহলে অসন্তোষ জানিয়েছেন দুই নেতাই। প্রকাশ্যে মুখ খুলেছেন জোশী। আডবাণী নিজের ব্লগে দলীয় নীতির সমালোচনা করে সরব। সব মিলিয়ে বিষয়টি নিয়ে রীতিমতো অস্বস্তিতে মোদী-শাহ জুটি।

বিজেপি সূত্রের খবর, ভোটের মুখে যাতে ওই বর্ষীয়ান নেতারা দল বিরোধী মন্তব্য না করেন সেই আর্জি জানিয়েই আজ প্রথমে জোশীর সঙ্গে দেখা করেন অমিত। দু’জনের প্রায় ঘণ্টাখানেক আলোচনা হয়। বিজেপি সূত্রে জানানো হয়েছে সেখান থেকে আডবাণীর বাড়িতে গিয়ে তাঁর ক্ষোভ নিরসনের চেষ্টা করেন অমিত। আডবাণী ও জোশী ছাড়াও এ বার প্রাক্তন স্পিকার সুমিত্রা মহাজনকেও টিকিট দেয়নি বিজেপি। ক্ষুব্ধ তিনিও।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE