Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বিহারে বহু মন্ত্রীর ভাগ্য নির্ধারণ আজ

পটনা সাহিব কেন্দ্রে মুখোমুখি বিজেপির রবিশঙ্কর প্রসাদ এবং কংগ্রেসের শত্রুঘ্ন সিনহা। বিজেপি প্রার্থী রবিশঙ্কর গোটা প্রচারে কখনও ব্যক্তিগত ভাবে আক্রমণ করেননি শত্রুঘ্নকে। শত্রুঘ্ন তো নয়ই। বিহারের এই কেন্দ্রেই ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি দেখা যায়নি।

বুথে যাচ্ছেন মহিলা পুলিশ কর্মীরা। শনিবার পটনায়। ছবি: পিটিআই

বুথে যাচ্ছেন মহিলা পুলিশ কর্মীরা। শনিবার পটনায়। ছবি: পিটিআই

নিজস্ব সংবাদদাতা
পটনা শেষ আপডেট: ১৯ মে ২০১৯ ০১:৫৩
Share: Save:

সপ্তম ও শেষ দফায় রবিবার বিহারের ৮ লোকসভা আসনে ভোট গ্রহণ। শাসক ও বিরোধী, দু’পক্ষেরই বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার ভাগ্য নির্ধারিত হবে। রাজধানী পটনাকে কেন্দ্র করে এই আটটি কেন্দ্র রাজ্য-রাজনীতির রাজনৈতিক ভারসাম্যে গুরুত্বপূর্ণ বলেই মনে করেন সংশ্লিষ্ট মহল।

পটনা সাহিব কেন্দ্রে মুখোমুখি বিজেপির রবিশঙ্কর প্রসাদ এবং কংগ্রেসের শত্রুঘ্ন সিনহা। বিজেপি প্রার্থী রবিশঙ্কর গোটা প্রচারে কখনও ব্যক্তিগত ভাবে আক্রমণ করেননি শত্রুঘ্নকে। শত্রুঘ্ন তো নয়ই। বিহারের এই কেন্দ্রেই ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি দেখা যায়নি। পাটলিপুত্র কেন্দ্রে লড়ছেন লালুপ্রসাদের বড় মেয়ে মিসা ভারতী। তাঁর বিরুদ্ধে প্রার্থী একদা লালু-ঘনিষ্ঠ, বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী রামকৃপাল যাদব। সাসারাম কেন্দ্রে লড়ছেন প্রাক্তন লোকসভা স্পিকার, কংগ্রেসের মীরা কুমার। বক্সারে ভোট প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপির অশ্বিনী চৌবে। বিরুদ্ধে আরজেডি প্রার্থী জগদানন্দ সিংহ। কারাকাট কেন্দ্রে মহাজোটের প্রার্থী
উপেন্দ্র কুশওয়াহা। পাশের কেন্দ্র ভোজপুরে বিজেপি প্রার্থী কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব আর কে সিংহ। এলাকায় জনপ্রিয় তিনি। তাঁর বিরুদ্ধে মহাজোট সমর্থিত সিপিআই(এমএল) প্রার্থী রাজু যাদব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lok Sabha Election 2019 Bihar Minister
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE