Advertisement
১৬ এপ্রিল ২০২৪

তামিলনাড়ুতে বিজেপিকে ৫

জয়ললিতার মৃত্যুর পরে এডিএমকের বিবদমান দুই শিবিরকে একজোট করেছিলেন নরেন্দ্র মোদী।

লোকসভা ভোটের আগে তামিলনাড়ুর শাসক দলের সঙ্গে আসন রফা করল বিজেপি। ছবি: পিটিআই।

লোকসভা ভোটের আগে তামিলনাড়ুর শাসক দলের সঙ্গে আসন রফা করল বিজেপি। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
চেন্নাই শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:০৩
Share: Save:

বিহার, মহারাষ্ট্রের পরে তামিলনাড়ুতেও জোট চূড়ান্ত করে ফেললেন বিজেপি সভাপতি অমিত শাহ।

জয়ললিতার মৃত্যুর পরে এডিএমকের বিবদমান দুই শিবিরকে একজোট করেছিলেন নরেন্দ্র মোদী। এ বার লোকসভা ভোটের আগে তামিলনাড়ুর শাসক দলের সঙ্গে আসন রফা করল বিজেপি। রাজ্যের ৩৯টি আসনের মধ্যে বিজেপি পাঁচটি আসনে লড়বে। মহাজোটে পিএমকে-সহ কয়েকটি ছোট দলও রয়েছে। পিএমকে সাতটি আসনে লড়বে।

বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে বৈঠকের পরে আজ মুখ্যমন্ত্রী ও পনীরসেলভম বলেন, ‘‘যে ২১টি বিধানসভা আসনে উপনির্বাচন হবে, সেখানেও এডিএমকে-কে সমর্থন করবে বিজেপি।’’ সূত্রের খবর, আগামিকাল ডিএমকে-র সঙ্গে জোটের কথা ঘোষণা করতে পারে কংগ্রেস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP Lok sabha election AIADMK
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE