Advertisement
২৪ এপ্রিল ২০২৪

ছাদে ধুপধাপ! জেগে প্রিয়ঙ্কা

না, বিরোধীদের দুশ্চিন্তায় নয়। মধ্যরাতের ‘অতিথি’ ঘুম ছোটালো কংগ্রেসের সাধারণ সম্পাদকের। ওয়েস্ট হিল গেস্ট হাউসে তার নিত্য আনাগোনা। বুধবার রাতেও হাজির ‘মারাপাট্টি’। অর্থাৎ কি না ভাম।

প্রিয়ঙ্কা গাঁধী।

প্রিয়ঙ্কা গাঁধী।

সংবাদ সংস্থা
ওয়েনাড শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৯ ০৪:২৬
Share: Save:

দিনভর খাটাখাটনির পরে বুধবার রাতে হেলিকপ্টারে দাদার সঙ্গে ওয়েনাডে পৌঁছন প্রিয়ঙ্কা গাঁধী বঢরা। পরের দিন মনোনয়নপত্র জমা দেবেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। তার পরে বিশাল সমাবেশ। ফলে পরের দিন যে ভালই খাটাখাটনি হবে, জানতেন। তাতেও বুধবার শুতে-শুতে রাত হয়ে গিয়েছিল। কিন্তু গেস্ট হাউসের বিছানায় পিঠ ঠেকানো ইস্তক চোখের পাতা এক করতে পারলেন না নেত্রী।

না, বিরোধীদের দুশ্চিন্তায় নয়। মধ্যরাতের ‘অতিথি’ ঘুম ছোটালো কংগ্রেসের সাধারণ সম্পাদকের। ওয়েস্ট হিল গেস্ট হাউসে তার নিত্য আনাগোনা। বুধবার রাতেও হাজির ‘মারাপাট্টি’। অর্থাৎ কি না ভাম।

রাত ১১টা নাগাদ শুতে যান প্রিয়ঙ্কা। ঘণ্টা তিনেক ঘুমিয়েছিলেন। হঠাৎ ধড়ফড় করে জেগে উঠেন। ছাদের উপরে ধুপধাপ আওয়াজ। কে যেন দৌড়ে বেড়াচ্ছে! সঙ্গে বিকট গন্ধ।

কিছু ক্ষণ চুপচাপই শুয়ে ছিলেন প্রিয়ঙ্কা। কিন্তু আওয়াজ থামার কোনও লক্ষণ নেই। শেষে নিরাপত্তারক্ষীদের কাছে অভিযোগ করতেই তাঁরা সন্দেহভাজনের খোঁজে নেমে পড়েন। জানা যায়, ‘অপরাধী’ একটি নিরীহ ভাম। গেস্ট হাউসের কর্মীরাই জানান, রোজরাতে ‘মারাপাট্টি’র আনাগোনা সেখানে। নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে ওই দিনও সে ঢুকে পড়েছে গেস্ট হাউসে। সঙ্গে-সঙ্গে পুলিশের দল নেমে পড়ে ‘অপরাধী’ ধরতে।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

কিন্তু তাকে ধরা যে এত সহজ নয়, কিছু ক্ষণেই টের পায় পুলিশ। অগত্যা খবর যায় স্পেশ্যাল ব্রাঞ্চের কাছে— নেত্রীর জন্য অন্যত্র থাকার ব্যবস্থা করতে হবে। কাছেই র‌্যাভিস হোটেলে প্রিয়ঙ্কাকে পাঠানোর বন্দোবস্ত শুরু হয়। পুলিশের নাজেহাল দশা দেখে নিজেই রণে ভঙ্গ দেয় মারাপাট্টি। তত ক্ষণে ভোর সাড়ে চারটে বেজে গিয়েছে। ভাম-বিদায়ের কথা নেত্রীকে জানাতে তিনি গেস্ট হাউসেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। এত কিছুর পরে আর ঘুমোতে যাননি প্রিয়ঙ্কা। সকাল ছ’টার মধ্যেই স্নান সেরে দাদার সঙ্গে বেরোবেন বলে তৈরি। গায়ে তখন পাট-ভাঙা লালপেড়ে শাড়ি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE