Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Lok Sabha Election 2019

টাকা উড়ছে ভোটের ময়দানে, ছ’দিনে নির্বাচন কমিশন উদ্ধার করল ৩০২ কোটি

নির্বাচন কমিশনের ৩১ মার্চের হিসাব অনুযায়ী, এ বছর সবচেয়ে বেশি নগদ টাকা বাজেয়াপ্ত হয়েছে অন্ধ্রপ্রদেশ থেকে।

দেশের বিভিন্ন জায়গায় হানা দিয়ে টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। —ফাইল চিত্র।

দেশের বিভিন্ন জায়গায় হানা দিয়ে টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৯ ১৫:৪১
Share: Save:

নির্বাচন শুরু হতে বাকি মাত্র ১০ দিন। তার আগে কোটি কোটি টাকা উড়ছে ভোটের ময়দানে। নির্বাচন কমিশনের রিপোর্টে এমনই তথ্য উঠে এল। নির্বাচন বিধি চালু হওয়ার পর থেকে দেশ জুড়ে কড়া নজরদারি চালাচ্ছে নির্বাচন কমিশন। ইতিউতি তল্লাশি তালিয়ে কী কী উদ্ধার হচ্ছে, ২৬ মার্চ থেকে তার দৈনিক হিসাবও প্রকাশ করতে শুরু করেছে তারা। তাতেই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। দেখা গিয়েছে, ২৬ মার্চ নির্বাচন কমিশনের প্রথম রিপোর্ট প্রকাশের পর থেকে ৩১ মার্চ পর্যন্ত নগদ ৩০২ কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে। অঙ্কের পরিমাণে বিগত নির্বাচনের আগে উদ্ধার হওয়া অর্থের চেয়ে অনেকটাই বেশি। ২০১৪-র নির্বাচনে সবমিলিয়ে ২৯৯ কোটি ৯৪ লক্ষ নগদ টাকা বাজেয়াপ্ত করেছিল নির্বাচন কমিশন। এ বছর মাত্র ছ’দিনে তার চেয়েও বেশি টাকা উদ্ধার হয়েছে।

তবে শুধুমাত্র নগদ টাকাই নয়, ১০ মার্চ নির্বাচনী আচরণবিধি চালু হওয়ার পর থেকে, দেশের বিভিন্ন জায়গায় হানা দিয়ে পুলিশ এবং আবগারি দফতরের আধিকারিকরা ৩১ মার্চ পর্যন্ত ৬৩ লক্ষ লিটার বেআইনি মদ বাজেয়াপ্ত করেছেন, যার বাজার মূল্য প্রায় ১৩৫ কোটি টাকা। এর মধ্যে বিহার, গুজরাত, নাগাল্যান্ডের মতো রাজ্য, যেখানে মদ নিষিদ্ধ, সেখানেই উদ্ধার হয়েছে যথাক্রমে ৪০ হাজার লিটার, দু’লক্ষ ২২ হাজার লিটার, ৫৯ হাজার লিটার মদ। ২০১৪-য় বেআইনি মদ উদ্ধার হয়েছিল ১৬১ লক্ষ লিটার।

এ ছাড়াও প্রায় ৬৮১ কোটি টাকার নেশার ওষুধ এবং মাদক বাজেয়াপ্ত হয়েছে। সোনা, রূপার মতো মূল্যবান ধাতু মিলেছে ২৩০ কোটি টাকা মূল্যের।

আরও পড়ুন: অসমে ৭০ হাজার চিহ্নিত অনুপ্রবেশকারী উধাও! সুপ্রিম কোর্টে তথ্য দিল রাজ্য সরকার​

আরও পড়ুন: ধোঁয়াশা মিটিয়ে সফল উত্‌ক্ষেপণ, শত্রু রেডারে নজরদারি চালাবে ভারতের ‘এমিস্যাট’​

নির্বাচন কমিশনের ৩১ মার্চের হিসাব অনুযায়ী, এ বছর সবচেয়ে বেশি নগদ টাকা বাজেয়াপ্ত হয়েছে অন্ধ্রপ্রদেশ থেকে, ৯৪ কোটি টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। ৯১ কোটি টাকা মিলেছে সেখান থেকে। বেআইনি মদের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে মহারাষ্ট্র। ১৬.৬৩ লক্ষ লিটার মদ পাওয়া গিয়েছে সেখান থেকে। উত্তরপ্রদেশে বাজেয়াপ্ত মদের পরিমাণ ১০.৪১ লক্ষ লিটার। তবে উত্তরপ্রদেশে বাজেয়াপ্ত মদের বাজারমূল্য বেশি। মহারাষ্ট্রের ১৬.৬৩ লক্ষ লিটার মদের দাম যেখানে ১২ কোটি ৮০ লক্ষ টাকা, সেখানে উত্তরপ্রদেশের ১০.৪১ লক্ষ লিটার মদের দাম প্রায় ২৯ কোটি ৫৬ লক্ষ টাকা।

(ভারতের রাজনীতি, ভারতের অর্থনীতি- সব গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE