Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ভোটের প্রতীকে ল্যাপটপ

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রতীকগুলিকে মানুষের আশা আকাঙ্ক্ষা ও দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে সময়োপযোগী করে তোলার চেষ্টা করা হয়েছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৯ ০২:৪৭
Share: Save:

চিরাচরিত প্রতীকের পাশাপাশি ডিজিটাল যুগের কথা মাথায় রেখে প্রতীক নির্বাচনের ক্ষেত্রেও নতুন পথে হাঁটছে নির্বাচন কমিশন। সেই তালিকায় রয়েছে রোবট, কম্পিউটার, মাউস, সুইচবোর্ড, ল্যাপটপ, পেন ড্রাইভ, টিভি রিমোট, সিসিটিভি ক্যামেরা, টোস্টারের মতো এক ঝাঁক গ্যাজেট ও বৈদ্যুতিন যন্ত্র। নতুন রাজনৈতিক দল ও নির্দল প্রার্থীদের সুযোগ মিলছে এ ধরনের প্রতীক বেছে নেওয়ার।

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রতীকগুলিকে মানুষের আশা আকাঙ্ক্ষা ও দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে সময়োপযোগী করে তোলার চেষ্টা করা হয়েছে। যাতে সহজেই আমজনতা এ ধরনের দ্রব্যকে চিহ্নিত করতে পারেন। তবে নতুন প্রতীকের পাশাপাশি থাকছে চাষি, কেটলির মতো পুরনো প্রতীকও। প্রচলিত রাজনৈতিক দলগুলির বাইরে এ বার ৭৬টি নতুন দলের জন্য বরাদ্দ করা হয়েছে নতুন প্রতীক।

এ রকমই একটি রাজনৈতিক দল কাশ্মীর ডেভেলপমেন্ট ফ্রন্ট প্রতীক হিসেবে বেছে নিয়েছে ল্যাপটপকে। আবার শ্রমিকদের অধিকার নিয়ে সরব ‘কর্নাটক কর্মীকর পক্ষ’ দলটির পছন্দের নির্বাচনী প্রতীক টোস্টার।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE