Advertisement
১৬ এপ্রিল ২০২৪

বিপুল লেনদেন নিয়ে তদন্ত

উত্তর-পূর্বে ২৪টি লোকসভা কেন্দ্রে ১১২ জেলা মিলিয়ে ১ কোটি ৯৬ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে।

টাকার লেনদেন রুখতে উত্তর-পূর্বের ১১২টি জেলায় নজরদারি চালাতে আয়কর দফতর ‘দ্য উইং’ নামে বিশেষ শাখা গঠন করেছে।

টাকার লেনদেন রুখতে উত্তর-পূর্বের ১১২টি জেলায় নজরদারি চালাতে আয়কর দফতর ‘দ্য উইং’ নামে বিশেষ শাখা গঠন করেছে।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৯ ০১:২৩
Share: Save:

নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই উত্তর-পূর্বে মূলত পাঁচটি ব্যাঙ্কে সন্দেহজনক ভাবে টাকা জমা পড়ার ঘটনা আয়কর দফতরের চোখে পড়েছে।

বুধবার আয়কর দফতরের তরফে গুয়াহাটিতে সাংবাদিক বৈঠক করে জানানো হয়, মঙ্গলবার পর্যন্ত আয়কর দফতর উত্তর-পূর্বে ২৪টি লোকসভা কেন্দ্রে ১১২ জেলা মিলিয়ে ১ কোটি ৯৬ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে। মঙ্গলবার রাতে অরুণাচলের পাসিঘাটে এক বিজেপি প্রার্থীর গাড়ি থেকে ১ কোটি ৮০ লক্ষ ও বুধবার অসমের ডবকায় একটি গাড়ি থেকে ৬৬ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।

আয়কর দফতরের তদন্ত শাখার প্রিন্সিপ্যাল ডিরেক্টর সঞ্জয় বাহাদুর জানান, ৩১ মার্চ পর্যন্ত পাঁচটি ব্যাঙ্কের বিভিন্ন শাখায় ১০ লক্ষের বেশি টাকা জমা ও তোলার সন্দেহজনক ঘটনা নজরে এসেছে। এমন ২০০টি ঘটনা নিয়ে তদন্তও শুরু হয়েছে। দফতরের সন্দেহ, ওই টাকা ভোটে ব্যবহার হচ্ছে। এই অঞ্চলের ১২টি বিমানবন্দর ও বিভিন্ন স্থানে নজরদারির জন্য ১৫০ জন অফিসার নিয়োগ করা হয়েছে। টাকার লেনদেন রুখতে উত্তর-পূর্বের ১১২টি জেলায় নজরদারি চালাতে আয়কর দফতর ‘দ্য উইং’ নামে বিশেষ শাখা গঠন করেছে।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE