Advertisement
২৩ এপ্রিল ২০২৪

কথা হবে মায়া-টিপুর

আগামী কাল মুলায়ম সিংহ যাদবের জন্মদিন। সকালেই অখিলেশ বাবার সঙ্গে দেখা করে তাঁকে শুভেচ্ছা জানাবেন। তার পর চলে যাবেন মধ্যপ্রদেশে।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৮ ০২:৫৩
Share: Save:

উনিশের ভোটে মায়াবতীর ভূমিকা নিয়ে যখন দেশজোড়া কৌতূহল, ঠিক সেই সময়েই তাঁর সঙ্গে খাজুরাহোতে একই হোটেলে দু’দিন কাটাতে চলেছেন অখিলেশ সিংহ যাদব। সূত্রের খবর, বিএসপি এবং এসপি-র এই দুই শীর্ষ নেতার মধ্যে একটি বৈঠক হতে পারে হোটেলেই। সম্পর্কে যে বরফ তৈরি হয়েছে, তা কিছুটা গলিয়ে দেওয়াই উদ্দেশ্য সম্ভাব্য বৈঠকটির। জানা গিয়েছে, ‘বুয়া’ এবং ‘ভাতিজা’র মধ্যে এই বৈঠক যাতে হয়, সে জন্য উদ্যোগী এসপি নেতৃত্বই।

আগামী কাল মুলায়ম সিংহ যাদবের জন্মদিন। সকালেই অখিলেশ বাবার সঙ্গে দেখা করে তাঁকে শুভেচ্ছা জানাবেন। তার পর চলে যাবেন মধ্যপ্রদেশে। ছতরপুর-সহ আরও বেশি কয়েকটি নির্বাচনী ক্ষেত্রে তাঁর জনসভা রয়েছে টানা দু’দিন। ওই রাজ্যের বিধানসভা ভোটে মোট ৫২টি কেন্দ্রে প্রার্থী দিয়েছে এসপি। দলীয় সূত্রে জানা গিয়েছে, টানা দু’দিন খাজুরাহোতেই থাকবেন অখিলেশ। মায়াবতীও কাল থেকে খাজুরাহোকে আস্তানা করে ভোট প্রচার করবেন। এসপি সূত্রের বক্তব্য, উনিশের ভোটে উত্তরপ্রদেশে জোট গড়ার প্রশ্নে এসপি-কে এখনও ঝুলিয়ে রেখেছেন মায়া। মুখে বলছেন, সম্মানজনক আসন ছাড়া একত্রে লড়বেন না। কিন্তু এসপি-র পক্ষে রাজি হওয়া সম্ভব, এমন কোনও সংখ্যাও তিনি জানাচ্ছেন না। সূত্রের খবর, পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের ফলাফল দেখে নিয়েই ঘুঁটি সাজাতে চাইছেন বিএসপি নেত্রী। এই আবহে তাঁর সঙ্গে দেখা করে সৌজন্য এবং কুশল বিনিময়ের মাধ্যমে জড়তা কাটাতে চাইবেন অখিলেশ। মায়া রাজি থাকলে দু’জনে মিলে একটি ছবি তুলে টুইটারে দেওয়ারও পরিকল্পনা রয়েছে এসপি নেতার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE