Advertisement
১৯ এপ্রিল ২০২৪

মুলায়মের বিরুদ্ধে তদন্ত শেষ: সিবিআই

উত্তরপ্রদেশের মৈনপুরী কেন্দ্র থেকে এ বারও লোকসভা ভোটে লড়ছেন মুলায়ম। তিনি শীর্ষ আদালতের সামনে হলফনামা দিয়ে বলেছেন, ভোটের মুখে তাঁকে ও পরিবারকে হেনস্থা করতেই ফের নতুন করে এই বিষয়টি টেনে আনা হচ্ছে।

পিলিভিটে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। শুক্রবার। ছবি: পিটিআই।

পিলিভিটে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। শুক্রবার। ছবি: পিটিআই।

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৯ ০৪:২০
Share: Save:

সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিংহ যাদব ও তাঁর পুত্র অখিলেশের বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তির মামলার তদন্ত ২০১৩ সালেই শেষ হয়ে গিয়েছে বলে সুপ্রিম কোর্টে জানাল সিবিআই।

মুলায়ম ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওই তদন্ত কোন পর্যায়ে রয়েছে, তা জানতে চেয়ে মামলা করেছেন কংগ্রেস কর্মী বিশ্বনাথ চতুর্বেদী। শুক্রবার তদন্তকারী সংস্থার মৌখিক বক্তব্য শোনার পরে, প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ আগামী চার সপ্তাহের মধ্যে সিবিআইকে তাদের বক্তব্য জানাতে বলেছে। চতুর্বেদীর আবেদনে মুলায়মের আর এক পুত্র প্রতীকের সম্পত্তি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

উত্তরপ্রদেশের মৈনপুরী কেন্দ্র থেকে এ বারও লোকসভা ভোটে লড়ছেন মুলায়ম। তিনি শীর্ষ আদালতের সামনে হলফনামা দিয়ে বলেছেন, ভোটের মুখে তাঁকে ও পরিবারকে হেনস্থা করতেই ফের নতুন করে এই বিষয়টি টেনে আনা হচ্ছে। এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। কারণ, মামলাকারী একটি বিশেষ রাজনৈতিক দলের কর্মী, অতীতে সেই দলের হয়ে ভোটে লড়ে হেরেও গিয়েছিলেন। মুলায়মের দাবি, ২০০৫ সাল থেকে মামলা চালালেও তাঁদের বিরুদ্ধে সন্দেহজনক কিছুই পায়নি সিবিআই।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

সুপ্রিম কোর্টে চতুর্বেদী যে আবেদন করেছেন, তাতে শীর্ষ আদালত কিংবা ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে ওই তদন্তের সর্বশেষ পরিস্থিতি পেশ করার জন্য আর্জি জানানো হয়েছে। হলফনামায় মুলায়ম পাল্টা বলেছেন, তাঁর এবং অখিলেশের পরিবারের সম্পত্তির উৎস নিয়ে প্রায় দু’বছর ধরে সিবিআই তদন্ত করলেও দুর্নীতির কোনও প্রমাণ মেলেনি, ফলে মামলাও করা হয়নি। সমাজবাদী পার্টির নেতার যুক্তি, তাঁদের বিরুদ্ধে এফআইআর করার কোনও নির্দেশ না থাকায় এবং কোনও মামলাও না থাকায় আবেদনকারীর আর্জির ভিত্তিতে শীর্ষ আদালত যেন ম্যাজিস্ট্রেটের সামনে তদন্তের ‘স্ট্যাটাস রিপোর্ট’ জমা দিতে সিবিআইকে নির্দেশ না দেয়। প্রসঙ্গত, এ বছরেরই ২৫ মার্চ শীর্ষ আদালত বলে, ২০০৭ সালে সিবিআই জানিয়‌েছিল, মুলায়ম সিংহদের বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তি রাখা নিয়ে প্রাথমিক প্রমাণ মিলেছে, তার ভিত্তিতে মামলাও করা যেতে পারে। এই মুহূর্তে সেই তদন্ত কোন পর্যায়ে পৌঁছেছে, তা জানতে চেয়েছিল আদালত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE