Advertisement
২৫ এপ্রিল ২০২৪
National News

বিরোধীরা ঐক্যবদ্ধ, এনডিএ কাগজ-কলমের জোট, তোপ রাহুলের

এক ছাত্রী তাঁকে ‘রাহুল স্যার’ বলায় পাল্টা তাঁকে শুধু ‘রাহুল’ সম্বোধনও করতে বলেন।

চেন্নাইয়ে কলেজ পড়ুয়াদের সঙ্গে সেলফি রাহুল গাঁধীর। ছবি: পিটিআই

চেন্নাইয়ে কলেজ পড়ুয়াদের সঙ্গে সেলফি রাহুল গাঁধীর। ছবি: পিটিআই

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ মার্চ ২০১৯ ১৮:৫২
Share: Save:

উত্তরপ্রদেশে জোটে নেই কংগ্রেস। দিল্লিতে আপের সঙ্গে জোটের আলোচনা করেও শেষ পর্যন্ত ভেস্তে গিয়েছে। মহারাষ্ট্রে এনসিপি, ঝাড়খণ্ডে জেএমএম এবং তামিলনাড়ুতে ডিএমকে ছাড়া কার্যত কংগ্রেসের সঙ্গে এখনও পর্যন্ত জোট হয়নি কোনও দলের। তাই বিজেপি বলছে, কংগ্রেসের একা, সঙ্গে কেউ নেই। এ বার তামিলনাড়ুতে গিয়ে সেই আক্রমণের জবাব দিলেন রাহুল গাঁধী। কংগ্রেস সভাপতির পাল্টা তোপ, মোদী সরকারকে সরাতে বিরোধীরা একজোট। বিজেপিই বরং নিঃসঙ্গ।

ভোটপ্রচারে বুধবার চেন্নাই যান রাহুল গাঁধী। সেখানে একটি অনুষ্ঠানে কলেজ পড়ুয়াদের সঙ্গে কথাবার্তা বলেন রাহুল। সেই অনুষ্ঠানে রাহুলকে দেখা যায় চিরাচরিত সাদা পাজামা-পাঞ্জাবির বদলে জিন্স ও টি-শার্টে। হালকা মেজাজে ছাত্রছাত্রীদের প্রশ্নের উত্তর দেন রাহুল। এক ছাত্রী তাঁকে ‘রাহুল স্যার’ বলায় পাল্টা তাঁকে শুধু ‘রাহুল’ সম্বোধনও করতে বলেন। তবে তার মধ্যেই রাফাল, সিবিআই-আরবিআই-এর মতো প্রতিষ্ঠান ধ্বংসের মতো অভিযোগও তুলে ধরার চেষ্টা করেন কংগ্রেস সভাপতি।

পরে চেন্নাইতেই একটি সাংবাদিক সম্মেলন করেন কংগ্রেস সভাপতি রাহুল। বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে কংগ্রেস একঘরে। সঙ্গী কেউ নেই। তামিলনাড়ুতে ডিএমকে-র সঙ্গে এবং মহারাষ্ট্রে এনসিপির সঙ্গে জোটের প্রসঙ্গ টেনে রাহুল বলেন, ‘‘বিরোধীরা জোটবদ্ধ। সব দল চাইছে, মোদী সরকারকে ক্ষমতাচ্যুত করতে।’’

লোকসভা ভোটের সব খবর জানতে ক্লিক করুন

আরও পড়ুন: সারা দেশে চলছে অঘোষিত ‘সুপার-ইমার্জেন্সি’, বিজেপিকে তোপ মমতার

আরও পড়ুন: রাজ্যের সব বুথকে ‘সুপার সেনসিটিভ’ ঘোষণার দাবি বিজেপির, মমতা বললেন— ‘বাংলার অপমান’

এই প্রসঙ্গেই এনডিএ জোট নিয়ে পাল্টা আক্রমণ শানিয়ে রাহুলের কটাক্ষ, ‘‘এনডিএ জোট আসলে কাগজে-কলমে একটি গোষ্ঠী। কোনও দলই সঙ্গে নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE