Advertisement
২০ এপ্রিল ২০২৪
Lok Sabha Election 2019

ভোট TALK নিয়ে আসছেন অঞ্জন বন্দ্যোপাধ্যায়

এই সমস্ত ইস্যু নিয়ে, এ বার চুলচেরা বিশ্লেষণে আসছেন anandabazar.com-এর সম্পাদক অঞ্জন বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৯ ১৫:২২
Share: Save:

দিল্লি দখল করবে কে? সাত দফায় দেওয়া জনতার জবাব জানা যাবে আগামী ২৩ মে।

তার আগে এখন দিল্লি দখলের লড়াই-এর মাঠ জমজমাট। নানা পক্ষের নির্বাচনী অঙ্কে, নির্বাচনী স্লোগানে-প্রতিশ্রুতিতে-তর্জায়-চাপানউতোরে সরগরম গোটা দেশ।

ইস্যু এ বার বহুবিধ। গত লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদীর কালো টাকা কিংবা কর্মসংস্থান সংক্রান্ত প্রতিশ্রুতির কথা যেমন উঠছে, তেমনই উঠেছে নোটবন্দি-বালাকোটের জঙ্গি হানা-এয়ারস্ট্রাইক-রাফালের মতো বিষয়গুলো। এর মধ্যেই, ক্ষমতায় এলে দেশের প্রত্যেক গরিব পরিবারকে বছরে ৭২ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নতুন আলোচনা এবং তর্কবিতর্কের ক্ষেত্র খুলে দিয়েছেন রাহুল গাঁধী।

এই সমস্ত ইস্যু নিয়ে, এ বার চুলচেরা বিশ্লেষণে আসছেন anandabazar.com-এর সম্পাদক অঞ্জন বন্দ্যোপাধ্যায়। এক একটা ইস্যুকে দেখা হচ্ছে নানা দিক থেকে, ভোট TALK অনুষ্ঠানে। নজর রাখুন anandabazar.com-এ এবং আমাদের বিশেষ নির্বাচনী মাইক্রোসাইট ‘দিল্লি দখলের লড়াই’-এ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lok Sabha Election 2019 Vote Talk
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE