Advertisement
১৯ এপ্রিল ২০২৪
National New

সুষমার পর উমা ভারতী, ২০১৯-এর লোকসভা ভোটে লড়বেন না বিজেপি সাংসদ

বিজেপি নেত্রী তথা সাংসদ উমা ভারতী জানিয়েছেন, নির্বাচনী লড়াইতে না থাকলেও রামমন্দির ইস্যুতে লড়াই চালিয়ে যাবেন তিনি।

আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন না বলে জানিয়ে দিলেন উমা ভারতী। —ফাইল চিত্র।

আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন না বলে জানিয়ে দিলেন উমা ভারতী। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
ভোপাল শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৮ ২১:১৬
Share: Save:

সুষমা স্বরাজের পর এ বার উমা ভারতী। আগামী বছরের লোকসভা নির্বাচনে লড়বেন না বিজেপির আরও এক হেভিওয়েট রাজনীতিক।

মঙ্গলবার বিজেপি নেত্রী তথা সাংসদ উমা ভারতী জানিয়েছেন, নির্বাচনী লড়াইতে না থাকলেও রামমন্দির ইস্যুতে লড়াই চালিয়ে যাবেন তিনি।

চলতি বছরের গোড়ায় স্বাস্থ্যের কারণে সক্রিয় রাজনীতি থেকে তিন বছরের জন্য ‘সন্ন্যাস’ নেওয়ার কথা ঘোষণা করেছিলেন উমা। তবে এ দিন তিনি বলেন, “সারা জীবন ধরেই রাজনীতির ময়দানে থাকব। যদিও আসন্ন লোকসভা নির্বাচনে আমি প্রতিদ্বন্দিতা করব না।”

(আজকের তারিখে গুরুত্বপূর্ণ কী কী ঘটেছিল অতীতে, তারই কয়েক ঝলক দেখতে ক্লিক করুন— ফিরে দেখা এই দিন।)

দিন কয়েক আগেই বিজেপি নেত্রী তথা বিদেশমন্ত্রী সুষমা স্বরাজও ঘোষণা করেছিলেন, আগামী নির্বাচনে আর দাঁড়াতে চান না। স্বাস্থ্যের কারণেই ওই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছিলেন সুষমা। দীর্ঘ দিন ধরেই ডায়াবিটিস এবং কিডনির সমস্যায় ভুগছেন। বছর দুয়েক আগে কিডনি প্রতিস্থাপনের কাজে মন্ত্রকের কাজ থেকেও অব্যাহতি নিয়েছিলেন সুষমা। এ বার তাঁর পথেই হাঁটলেন উমা।

আরও পড়ুন: আখলাক-কাণ্ডের তদন্ত করার জন্যই দাদাকে খুন করা হয়েছে, অভিযোগ নিহত সুবোধের বোনের

আরও পড়ুন: বুলন্দশহরে পুলিশ খুনের পিছনে বজরং-ভিএইচপি যোগ! গ্রেফতার পাঁচ, শহরে ১৪৪ ধারা

আরও পড়ুন: এক কেজির দাম পঞ্চাশ পয়সা, ক্ষিপ্ত চাষিরা পেঁয়াজ খাওয়ালেন গরুকে!

গত শতকের নয়ের দশকে রাম জন্মভূমি আন্দোলনের অন্যতম মুখ ছিলেন উত্তরপ্রদেশের ঝাঁসি কেন্দ্রের সাংসদ উমা ভারতী। ঘটনাচক্রে, রামমন্দির গড়ার দাবিতে নরেন্দ্র মোদী সরকারের অন্দরে-বাইরে যখন ক্রমাগত চাপ বাড়াচ্ছে সংঘ পরিবার, সে সময়ই নিজের এই সিদ্ধান্তের ঘোষণা করলেন উমা। যদিও তিনি সাফ জানিয়েছেন, রামমন্দির নিয়ে সরবই থাকবেন। রামমন্দির যে বিজেপি-র একার ইস্যু নয়, সে মন্তব্যও করেছিলেন তিনি। রামমন্দির নির্মাণ করা নিয়ে বিজেপি-র শরিক শিবসেনার উদ্যোগের ভূয়সী প্রশংসার করে গত সপ্তাহে তিনি বলেছিলেন, “রামের উপর বিজেপি-র পেটেন্ট করা নেই। রাম সকলের জন্য।” রামমন্দির নির্মাণের জন্য সমাজবাদী পার্টি, বিএসপি, অকালি দল— সকলকেই এগিয়ে আসার আহ্বানও জানিয়েছিলেন উমা ভারতী।

(ভারতের রাজনীতি, ভারতের অর্থনীতি- সব গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদেরদেশবিভাগে ক্লিক করুন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE