Advertisement
১৯ এপ্রিল ২০২৪

তারকাঁটার ও-পারে হাল ফেরায় না ভোট 

ত্রিপুরায় ভোট আসে, চলে যায়। সীমান্তে তারকাঁটার বেড়ার ও-পারে থাকা ভারতীয় পরিবারগুলির হাল ফেরে না। এ বারও নির্বাচনের আগে বিভিন্ন দলের প্রার্থীরা আসছেন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বাপি রায়চৌধুরী
আগরতলা শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৯ ০৫:৫১
Share: Save:

ত্রিপুরায় ভোট আসে, চলে যায়। সীমান্তে তারকাঁটার বেড়ার ও-পারে থাকা ভারতীয় পরিবারগুলির হাল ফেরে না। এ বারও নির্বাচনের আগে বিভিন্ন দলের প্রার্থীরা আসছেন। আশ্বাস দিয়ে যাচ্ছেন। কিন্তু তা ভরসা জাগাতে পারছে না পশ্চিম জয়নগর গ্রামের মানুষজনের মনে।

বাংলাদেশের সীমান্ত ও তারকাঁটার বেড়ার ও-পারে ১৫০ গজের মধ্যে ত্রিপুরার প্রায় ১২০ বর্গকিলোমিটার কৃষিজমি এবং বসতি রয়েছে। সীমান্ত থেকে ওই ১৫০ গজের মধ্যে দু’দেশ কোনও রকম প্রাচীর বা কোন ধরনের নির্মাণ করতে পারে না। তাই চোরাচালান ও সন্ত্রাসবাদী কাজকর্ম ঠেকাতে ভারতের সীমান্তে তারকাঁটার বেড়া দিয়েছে ভারত সরকার। ত্রিপুরার বিভিন্ন জায়গায়

ওই বেড়ার ও পারে কিছু গ্রাম বা বসতি রয়ে গিয়েছে। আগরতলা শহরের অদূরে তেমনই একটি গ্রাম পশ্চিম জয়নগর। এই গ্রামে রয়েছে ৩৯টি পরিবার। বেশির ভাগের ভরসা কৃষিকাজ ও দিনমজুরি। কাঁটাতারের বেড়ার নির্দিষ্ট গেটে বিএসএফের কাছে ভোটার পরিচয়পত্র দেখিয়ে যাওয়া-আসা করতে হয় তাঁদের। রাত সাড়ে আটটার মধ্যে গেট আটকে দেয় বিএসএফ। সময়ে ফিরতে

না পারলেই বিপদ।

এই গ্রামের বাসিন্দা বছর আশির রহমত আলি জানালেন, বেড়া দেওয়ার আগে সরকার বলেছিল এক, আর বেড়া দেবার পর দেখছি অন্য রকম। পুরোপরি বিএসএফের উপরে নির্ভর করে থাকতে হয়। ফসল চুরি ঠেকাতে সময় সময়ে কাজ মেলে। তবে পুনর্বাসন নিয়ে ক্ষোভ রয়েছে সকলেরই। ইদ্রিস মিয়াঁ বলেন, ‘‘ বলা হয়েছিল এখানে সমপরিমাণ জমি ও সম্পত্তি দেওয়া হবে ও-পারে গেলে। কিছু মেলেনি।

এ বারও প্রার্থীরা এসে বলে গিয়েছেন যে ক্ষমতায় এলে সব সমস্যা মিটিয়ে দেব। শুধু ভোটের সময় সবার মনে পরে আমাদের কথা। ভোট শেষ হলে আর মনে রাখে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lok Sabha Election 2019 BJP Congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE