Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Prakash Karat

কেরলে রাহুলের হার নিশ্চিত করতে ঝাঁপাবে বামেরা, হুঁশিয়ারি কারাটের

কারাটের হুঁশিয়ারি, ‘‘আমরা কংগ্রেসের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছি। তাই ওয়ানাড কেন্দ্রে রাহুলের হার নিশ্চিত করতে আমরা এক যোগে লড়াই করব।’’

প্রকাশ কারাট এবং রাহুল গাঁধী। ফাইল চিত্র।

প্রকাশ কারাট এবং রাহুল গাঁধী। ফাইল চিত্র।

সংবাদসংস্থা
তিরুঅনন্তপুরম শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৯ ১৬:২৫
Share: Save:

কেরলের ওয়ানাড কেন্দ্র থেকে রাহুল গাঁধীকে প্রার্থী করায় কংগ্রেসের উপর ক্ষুব্ধ বাম ব্রিগেড। এই কেন্দ্রে রাহুলের লড়াই বাম জোট লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট (এলডিএফ)-এর প্রার্থীর সঙ্গেই। কংগ্রেসের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করলেন সিপিএম নেতা এবং পলিটব্যুরো সদস্য প্রকাশ কারাট। শুধু বিরোধিতাই নয়, রাহুলকে হারাতে বামেরা সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে বলেও হুঁশিয়ারি দিলেন প্রকাশ কারাট।

উত্তরপ্রদেশে গাঁধী পরিবারের দুর্গ অমেঠির পাশাপাশি কেরলের ওয়ানাড কেন্দ্র থেকেও প্রতিদ্বন্দ্বিতা করবেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী।কংগ্রেসের দাবি, দক্ষিণ ভারতের ভিন্ন ধরনের ভাষা-সংস্কৃতি এবং খাদ্যাভাসকে তুলে ধরতেই এই সিদ্ধান্ত, যা একই সঙ্গে বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধ বক্তব্য তুলে ধরবে। এখানেই আপত্তি বামেদের। সেই আপত্তি নিয়েই এবার মুখ খুললেন সিপিএম নেতা এবং পলিটব্যুরো সদস্য প্রকাশ কারাট।

সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে কারাট বলেছেন, ‘‘ওয়ানাডে রাহুল গাঁধীকে প্রার্থী করে কংগ্রেস বুঝিয়ে দিয়েছে যে কেরলে বামেদের বিরুদ্ধে লড়াই করাই ওদের লক্ষ্য। জাতীয় স্তরে বিজেপি বিরোধী লড়াইয়ের যে কথা কংগ্রেস বলে চলেছে, এই সিদ্ধান্ত তার বিরুদ্ধেই যায়। কারণ কেরলে বিজেপি বিরোধী লড়াইয়ের প্রধান শক্তিই হল বামেদের জোট এলডিএফ।’’

আরও পড়ুন: অমেঠির সঙ্গে কেরলের ওয়ানাড কেন্দ্রেও প্রার্থী হচ্ছেন রাহুল, ঘোষণা কংগ্রেসের

একই সঙ্গে কারাটের হুঁশিয়ারি, ‘‘আমরা কংগ্রেসের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছি। তাই ওয়ানাড কেন্দ্রে রাহুলের হার নিশ্চিত করতে আমরা এক যোগে লড়াই করব।’’

বাম নেতৃত্বাধীন জোট (এলডিএফ) বনাম কংগ্রেস নেতৃত্বাধীন জোট (ইউডিএফ)। কেরলের রাজনীতিতে বরাবরই চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই শিবির। জাতীয় স্তরে বিভিন্ন সময় কংগ্রেস ও বাম শিবির কাছাকাছি এলেও কেরলের মাটিতে তারা চিরকালই যুযুধান দুই পক্ষ। শবরীমালা কাণ্ডের পর এই রাজ্যে রাজনৈতিক পরিসর তৈরির চেষ্টা চালাচ্ছে বিজেপিও। এই নির্বাচনে ওয়ানাড কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন এলডিএফের সিপিআই প্রার্থী পিপি সুনির। তাঁর সঙ্গেই এবার মূল লড়াই রাহুলের।

আরও পড়ুন: দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

সারা দেশে বিজেপি বিরোধিতাকে হাতিয়ার করেই ভোটের ময়দানে নেমেছে কংগ্রেস। একই সঙ্গে বিজেপি বিরোধী শক্তির প্রধান কাণ্ডারী হয়ে ওঠার লক্ষ্যেও কাজ করে চলেছে কংগ্রেস হাইকম্যান্ড। সেখানে বাম প্রার্থীর বিরুদ্ধে রাহুলের ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত ভাল চোখে দেখছে না কেরল সিপিএমও। কেরলের বাম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আগেই জানিয়েছেন, ‘‘উনি কেরলের ২০টির মধ্যে একটি আসনে লড়বেন, সেটা আমাদের কাছে আলাদা কোনও বিষয় নয়। আমরা লড়াই করব। তবে বিজেপির বিরুদ্ধে লড়তে হবে, এমন কোনও আসনে ওঁর (রাহুলের) প্রার্থী হওয়া উচিত ছিল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Prakash Karat Rahul Gandhi Congress CPM
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE