Advertisement
২০ এপ্রিল ২০২৪
National News

লোকপালের দাবিতে ফের আমরণ অনশনে অণ্ণা

দুর্নীতি দমনে লোকপাল গঠনের দাবিতে ২০১১ সালে দিল্লির রামলীলা ময়দানেই আমরণ অনশনে বসেছিলেন অণ্ণা হজারে। তদানীন্তন কেন্দ্রীয় সরকারের (দ্বিতীয় ইউপিএ) কাছ থেকে লোকপাল গঠনের প্রতিশ্রুতি পেয়েই সেই অনশন তুলে নিয়েছিলেন অণ্ণা।

ফের আমরণ অনশনে অণ্ণা হজারে। দিল্লির রামলীলা ময়দানে। শুক্রবার।

ফের আমরণ অনশনে অণ্ণা হজারে। দিল্লির রামলীলা ময়দানে। শুক্রবার।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৮ ১৫:০৮
Share: Save:

৭ বছর পর ফের আমরণ অনশন শুরু করলেন প্রবীণ গাঁধীবাদী নেতা অণ্ণা হজারে। দিল্লির রামলীলা ময়দানে। কেন্দ্রে লোকপাল ও রাজ্যে রাজ্যে লোকায়ুক্ত গঠনের দাবিতে। কৃষকদের সমস্যা মেটানোর জন্য স্বামীনাথন কমিটি যে সব সুপারিশ করেছে, সেগুলি কার্যকর করার দাবিও রয়েছে অণ্ণার এ বারের অনশনের কর্মসূচিতে।

দুর্নীতি দমনে লোকপাল গঠনের দাবিতে ২০১১ সালে দিল্লির রামলীলা ময়দানেই আমরণ অনশনে বসেছিলেন অণ্ণা হজারে। তদানীন্তন কেন্দ্রীয় সরকারের (দ্বিতীয় ইউপিএ) কাছ থেকে লোকপাল গঠনের প্রতিশ্রুতি পেয়েই সেই অনশন তুলে নিয়েছিলেন অণ্ণা।

সেই সময় অণ্ণাকে দলে টানতে মরিয়া হয়ে উঠেছিল কংগ্রেস ও বিজেপি, দুই প্রধান প্রতিপক্ষ রাজনৈতিক দলই। কিন্তু বর্ষীয়ান গাঁধীবাদী নেতা অণ্ণা কোনও রাজনীতির সঙ্গেই নিজেকে জুড়তে চাননি। অণ্ণার সেই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন থেকেই জন্ম হয়েছিল ‘আম আদমি পার্টি’ (আপ)-র।

আরও পড়ুন- কংগ্রেসকে হারানোর জন্য টাকা নিয়েছিল অ্যানালিটিকা!​

আরও পড়ুন- মমতার সঙ্গেও কথা চান রাহুল​

শুক্রবার রামলীলা ময়দানে তাঁর আমরণ অনশন শুরুর আগে অণ্ণা রাজঘাটে যান। মহাত্মা গাঁধীর সমাধি স্থলে। সেখান থেকে যান শহিদি পার্কে। ভগৎ সিংহ, রাজগুরু ও সুখদেবের সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন করতে। ১৯৩১ সালের ২৩ মার্চেই ওই তিন বিপ্লবীকে ফাঁসি দিয়েছিলেন ব্রিটিশ শাসকেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE