Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Coin

১ ও ২ টাকার কয়েন দিয়ে মনোনয়নের ২৫ হাজার টাকা জমা!

সোমবার কুপ্পালজি গিয়েছিলেন মনোনয়ন জমা করতে। সে জন্য তাঁকে সিকিউরিটি ডিপোজিট হিসাবে জমা দিতে হত ২৫ হাজার টাকা।

কয়েন নিয়ে কুপ্পালজি দেবাদস। ছবি পিটিআই-এর সৌজন্যে।

কয়েন নিয়ে কুপ্পালজি দেবাদস। ছবি পিটিআই-এর সৌজন্যে।

সংবাদ সংস্থা
চেন্নাই শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৯ ১৬:৫০
Share: Save:

বেজে গিয়েছে লোকসভা নির্বাচনের দামামা। দিনক্ষণ ঘোষণার পর শুরু হয়েছে মনোনয়ন গ্রহণ প্রক্রিয়া। নির্বাচনে লড়ার জন্য মনোনয়ন দাখিল করার সময় একটি নির্দিষ্ট অঙ্কের টাকা সিকিউরিটি ডিপোজিট হিসাবে জমা করতে হয় প্রার্থীদের। মনোনয়নের সময় সেই সিকিউরিটি ডিপোজিট জমা দেওয়ার সময় চমক দেখালেন তামিলনাড়ুর কুপ্লালজি দেবাদস।

কুপ্পালজি দেবাদস আম্মা মাক্কাল ন্যাশনাল পার্টির হয়ে এ বারের লোকসভা ভোটে লড়বেন। দক্ষিণ চেন্নাই লোকসভা আসন থেকে প্রার্থী হয়েছেন তিনি। ওই আসন থেকে গত বার সাংসদ হয়েছিলেন এআইএডিএমকে-র টি রাধাকৃষ্ণন।

সোমবার কুপ্পালজি গিয়েছিলেন মনোনয়ন জমা করতে। সে জন্য তাঁকে সিকিউরিটি ডিপোজিট হিসাবে জমা দিতে হত ২৫ হাজার টাকা। তিনি সেই টাকা জমাও দিয়েছেন। তবে পুরো টাকাটাই তিনি জমা দিয়েছেন ১, ২, ৫ ও ১০ টাকার কয়েন দিয়ে। কলসি ভর্তি কয়েন নিয়ে তিনি কাল পৌঁছেছিলেন সাউথ চেন্নাই জোনাল অফিসে।

তামিলনাড়ুতে লোকসভার আসন সংখ্যা ৩৯। ১৮ এপ্রিল সে রাজ্যের সব ক’টি আসনে ভোটগ্রহণ হবে।

আরও পড়ুন: সুষমার আশীর্বাদ নিয়ে বিজেপি অফিসে ঢুকলেন নিতিন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Loksabha Election 2019 Candidate Nomination
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE