Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Solar eclipse

২৭ জুলাই শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ, দেখা যাবে ভারতে

তখনই। রাত একটায় পুরোপুরি ঢেকে যাবে চাঁদ। শুরু হবে পূর্ণগ্রাস। পূর্ণগ্রাস অবস্থায় চাঁদ থাকবে আরও এক ঘন্টা ৪৩ মিনিট। রাত ২টো ৪৩ মিনিট পর্যন্ত।

নিজস্ব চিত্র

নিজস্ব চিত্র

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৮ ০৯:৫৫
Share: Save:

(এই খবরটি প্রথম প্রকাশিত হওয়ার সময় দু’টি জায়গায় চন্দ্রগ্রহণের পরিবর্তে সূর্যগ্রহণ লেখা হয়েছিল। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা দুঃখিত ও ক্ষমাপ্রার্থী)

শুক্রবারের আংশিক সূর্যগ্রহণে আশ মেটেনি ভারতের। দেশের কোনও জায়গা থেকেই দেখা যায়নি সেই গ্রহণ। তবে আগামী ২৭ জুলাইয়ের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে ভারতের সব জায়গা থেকেই। শুক্রবার এমনটাই জানাল ভারত সরকারের বিজ্ঞান মন্ত্রক। শুধু তাই নয়, তা দেখা যাবে এক ঘন্টা ৪৩ মিনিট ধরে। এই শতাব্দীতে এটিই দীর্ঘতম চন্দ্রগ্রহণ।

২৭ জুলাই রাত ১১টা ৫৪ মিনিটে শুরু হবে আংশিক চন্দ্রগ্রহণ। পৃথিবীর ছায়ায় আস্তে আস্তে চাঁদের ঢাকা পড়ার শুরু তখনই। রাত একটায় পুরোপুরি ঢেকে যাবে চাঁদ। শুরু হবে পূর্ণগ্রাস। পূর্ণগ্রাস অবস্থায় চাঁদ থাকবে আরও এক ঘন্টা ৪৩ মিনিট। রাত ২টো ৪৩ মিনিট পর্যন্ত। এরপর আবার চাঁদের গায়ে পড়তে শুরু করবে সূর্যের আলো। ফের শুরু হবে আংশিক গ্রহণ। ভোর ৩টে ৪৯ মিনিটে শেষ হবে গ্রহণ।

বর্ষার জন্য আকাশ মেঘলা থাকলে দেখা যাবে না পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, এই আশঙ্কা করছেন অনেকেই। তবে, গ্রহণ চলবে দীর্ঘক্ষণ। তাই কোনও না কোনও সময় আকাশ খুলবেই, এই আশাতেই হয়ত রাতভর আকাশপানে চাইবেন দেশবাসী।

চন্দ্রগ্রহণ ছাড়াও এ মাসেই সৌরজগতের আরও একটি ঘটনা চাক্ষুস করবেন ভারতবাসী। মঙ্গলের অবস্থান হবে সূর্য ও পৃথিবীর মাঝে। অর্থাৎ পৃথিবীর খুব কাছেই আসবে লাল গ্রহ মঙ্গল। জুলাইয়ের শেষ সপ্তাহে বিকেল থেকে ভোর পর্যন্ত খালি চোখেই ভারত থেকে দেখা যাবে মঙ্গল গ্রহ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Solar eclipse Lunar eclipse Red planet India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE