Advertisement
২৪ এপ্রিল ২০২৪

বিশ্বের প্রথম আদিবাসী হনুমান! দাবি বিজেপি বিধায়কের

গত বছর জ্ঞানদেবের মন্তব্য ছিল, গো-হত্যায় এবং পাচারে জড়িত লোকদের ওই ভাবেই মেরে ফেলা উচিত।’’

বিজেপি বিধায়ক জ্ঞানদেব আহুজা।

বিজেপি বিধায়ক জ্ঞানদেব আহুজা।

সংবাদ সংস্থা
জয়পুর শেষ আপডেট: ২৮ মে ২০১৮ ০৩:১৬
Share: Save:

বিশ্বের প্রথম আদিবাসী হনুমান—অলওয়ারের বিজেপি বিধায়ক জ্ঞানদেব আহুজা তেমনটাই দাবি করেছেন। তাঁর ধারণা, দেশের আদিবাসীদের সম্মান পেতেন ‘হনুমানজি।’ তাই আদিবাসীদের নিয়ে সেনাবাহিনী তৈরি করেছিলেন তিনি। আর সেই বাহিনীর নেতৃত্বে ছিলেন স্বয়ং রামচন্দ্র! গত ২ এপ্রিলের ভারত বন্‌ধে হনুমানজি-র ছবিকে অসম্মান করা হচ্ছে দেখে তিনি ব্যথিত হন বলে জানান জ্ঞানদেব। এর পরে তিনি বিজেপি সাংসদ কিরোরীলাল মিনার সঙ্গে কথা বলেন। তাঁকে জ্ঞানদেব বলেন, ‘‘আপনার লজ্জা হওয়া উচিত। নিজেদের আদিবাসী বলেন, আর হনুমানজিকে অসম্মান করছেন!’’ উল্লেখ্য, ২০১৬ সালে আহুজাই বলেছিলেন, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রতিদিন তিন হাজার কন্ডোম আর দু’হাজার মদের বোতল পাওয়া যায়। গত বছর জ্ঞানদেবের মন্তব্য ছিল, গো-হত্যায় এবং পাচারে জড়িত লোকদের ওই ভাবেই মেরে ফেলা উচিত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lord Hanuman Gyan Dev Ahuja first tribal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE