Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Devendra Fadnavis

সরকারের স্টিয়ারিং আমার হাতে’, বিজেপির কটাক্ষের জবাব উদ্ধবের

উদ্ধব ঠাকরে দলীয় মুখপত্র ‘সামনা’য় দেবেন্দ্র ফড়ণবীসের মন্তব্যের জবাব দিয়েছেন।

দেবেন্দ্র ফড়ণবীস ও উদ্ধব ঠাকরে।

দেবেন্দ্র ফড়ণবীস ও উদ্ধব ঠাকরে।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৬ জুলাই ২০২০ ১৫:৩৬
Share: Save:

মহারাষ্ট্রে শিবসেনা, কংগ্রেস এবং এনসিপি জোটের সরকারকে ‘অটো রিক্সা’ বলে কটাক্ষ করেছিলেন দেবেন্দ্র ফড়ণবীস। ‘তিন চাকার’ সরকারের স্থায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। তার জবাব দিলেন শিবসেনা প্রধান তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধ্বব ঠাকরে। তিনি পাল্টা বলেছেন, তাঁর হাতে ‘অটো রিক্সা’র স্টিয়ারিংয়ের পুরোপুরি নিয়ন্ত্রণ রয়েছে।

মহারাষ্ট্রে মহা বিকাশ আগাড়ি জোট সরকারের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে দলীয় মুখপত্র ‘সামনা’য় দেবেন্দ্র ফড়ণবীসের মন্তব্যের জবাব দিয়েছেন। সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘আমার সরকারের ভবিষ্যৎ বিরোধীদের হাতে নেই। স্টিয়ারিং আমার হাতেই রয়েছে। তিন চাকার গাড়ি, অটো গরিব মানুষের যানবাহন। এক জন তা চালান। বাকি দু’জন যাত্রীর আসনে বসে থাকেন।’’

কত দিন মহারাষ্ট্রে জোট সরকার থাকবে, সেই প্রসঙ্গ তুলে কটাক্ষ করেছিল বিজেপি। গেরুয়া শিবিরের নাম না করেই উদ্ধব শ্লেষের সুরে পাল্টা প্রশ্ন করেছেন, ‘‘সরকারের মেয়াদ সেপ্টেম্বর-অক্টোবর পর্যন্ত— এই জল্পনা হচ্ছে কেন?’’ তাঁর মতে, ‘‘এখনই এই সরকার ফেলে দেওয়া হোক, কারণ ওরা সরকার ফেলে দিয়েই আনন্দ পায়। কিছু মানুষ গঠনমূলক কাজ করে আনন্দ পান, আবার কিছু লোক ধ্বংস চালিয়ে আনন্দ পান। আপনারা যদি ধ্বংস করে সুখ পান তা হলে এগিয়ে যান।’’ এর পরই তিনি প্রশ্ন তুলেছেন, ‘‘আপনারা বলেন, গণতান্ত্রিক নিয়মের বিরোধিতা করেই মহারাষ্ট্রে জোট সরকার তৈরি হয়েছে। কিন্তু আপনারা যখন সরকার উল্টে দেন, তখন কি গণতন্ত্র রক্ষিত হয়?’’

আরও পড়ুন: ‘বিশ্বাসঘাতক পাকিস্তান’, নাম করেই মন কি বাত-এ আক্রমণ মোদীর

এর পাশাপাশি, মুম্বই-আমদাবাদ বুলেট ট্রেন প্রকল্প নিয়েও মুখ খুলেছেন উদ্ধব। বলেছেন, ‘‘তিন চাকার গাড়ি গরিব মানুষের জন্য। যদি আমাকে বুলেট ট্রেন এবং অটো রিক্সার মধ্যে বেছে নিতে দেওয়া হয়, তা হলে আমি অটো রিক্সাই বেছে নেব। যদি মানুষ বুলেট ট্রেন না চান, তা হলে ওই প্রকল্প হবে না।’’ তিনি দাবি করেন, ‘‘আমার সরকার তিন চাকার হলেও তা নির্দিষ্ট লক্ষ্যেই এগচ্ছে। আপনাদের পেটব্যথা হচ্ছে কেন?’’

আরও পড়ুন: প্রায় সাড়ে ৩ হাজার কোভিড আক্রান্ত ‘বেপাত্তা’, উদ্বেগে বেঙ্গালুরু

অটলবিহারী বাজপেয়ীর এনডিএ সরকারের তৎকালীন শরিক ছিল শিবসেনা। ওই জোট সরকারের কথা স্মরণ করিয়ে দিয়ে উদ্ধবের মোক্ষম খোঁচা ‘‘ওই সরকারে ট্রেনের মতো ৩০ থেকে ৩৫টি চাকা ছিল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Devendra Fadnavis Uddhav Thackeray Maharashtra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE