Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ছেলেই চাই, দশমবার মা হতে গিয়ে মরেই গেলেন মহারাষ্ট্রের মীরা

ছেলের আশায় অন্তত দশ বার অন্তঃসত্ত্বা হয়েছেন। দু-দু’বার গর্ভপাতও করতে হয়েছে। তবু পুত্রসন্তানের জন্য পরিবারের নিয়মিত চাপ— শারীরিক ও মানসিক ভাবে জেরবার করে দিচ্ছিল মহিলাকে।  

  সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৯ ০২:৫৩
Share: Save:

পর পর সাতটিই কন্যাসন্তান— তাই রেহাই নেই। বংশরক্ষায় যে করেই হোক, ছেলে তো চাই।

ছেলের আশায় অন্তত দশ বার অন্তঃসত্ত্বা হয়েছেন। দু-দু’বার গর্ভপাতও করতে হয়েছে। তবু পুত্রসন্তানের জন্য পরিবারের নিয়মিত চাপ— শারীরিক ও মানসিক ভাবে জেরবার করে দিচ্ছিল মহিলাকে।

এত ধকলে শরীর ভেঙে পড়েছিল আগেই। তবু পরিবারের আকাঙ্ক্ষা ও চাপের মুখে ফের অন্তঃসত্ত্বা হওয়ার ঝুঁকি নেন মহারাষ্ট্রের বিড় জেলার বাসিন্দা মীরা এখান্ডে। ভেবেছিলেন, এ বার অন্তত পরিবারকে ছেলের মুখ দেখাতে পারবেন।

এ বার তাঁর ছেলে তো হল। কিন্তু বংশরক্ষা হল না। মৃত পুত্রসন্তান প্রসব করলেন। ধকলের মুখে হাত তুলে দিল শরীরও। দশম বার মা হতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেলেন ৩৮ বছরের মীরা।

আরও পড়ুন: মেঘালয়ে খনি বিপর্যয়: দেহ মিললে ক্ষতিপূরণ, তাই অপেক্ষা

শনিবার মুম্বই থেকে প্রায় ৩৮০ কিলোমিটার দূরে বিড় জেলার মাজালগাঁও সিভিল হাসপাতালে অন্তঃসত্ত্বা অবস্থায় ভর্তি হন মীরা। চিকিৎসকেরা জানিয়েছেন, সেখানেই একটি মৃত পুত্রসন্তান হয় তাঁর। তবে এর পরে তার রক্তপাত আর বন্ধ করা যায়নি।

আরও পড়ুন: এক কেজি পেঁয়াজ ৩.৭২টাকা! দাম শুনেই মৃত্যু চাষির

স্থানীয় সূত্রের খবর, মাজালগাঁওয়ে একটি পানের দোকান চালাতেন মীরা। অভাবের সংসার। অনাদরে, অবহেলায় সাতটি মেয়ের মধ্যে একটি মারাও গিয়েছে। পুলিশ জানিয়েছে, নিয়মিত পরিবারের তরফে পুত্রসন্তানের জন্য তাঁকে চাপ দেওয়া হত। সম্ভবত সেই চাপের মুখেই দু’বার গর্ভপাতও করান। তার পরেও পরিবারের দাবি ও ছেলের আকাঙ্ক্ষায় ফের গর্ভবতী হন মীরা।

হাসপাতালের তরফে দুর্ঘটনাজনিত মৃত্যুর রিপোর্ট দেওয়া হয়েছে। পরিবারের লোকজনের হাতে মীরার দেহও তুলে দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Death Pregnant Pregnancy Maharashtra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE