Advertisement
২০ এপ্রিল ২০২৪

আফগানিস্তান, পাকিস্তানে জোরাল ভূমিকম্প, কাঁপল দিল্লি-সহ উত্তর ভারত

প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান এবং পাকিস্তান। কম্পন অনুভূত হয়েছে দিল্লি, জম্মু-কাশ্মীর, পঞ্জাব, হরিয়ানা সহ গোটা উত্তর ভারতে।কম্পনের উত্সস্থল আফগানিস্তানের হিন্দুকুশ। ভারতীয় সময় বিকেল ৩টে ৫৮ নাগাদ হওয়া এই ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৬.৬।

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৬ ১৬:৩১
Share: Save:

প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান এবং পাকিস্তান। কম্পন অনুভূত হয়েছে দিল্লি, জম্মু-কাশ্মীর, পঞ্জাব, হরিয়ানা সহ গোটা উত্তর ভারতে।কম্পনের উত্সস্থল আফগানিস্তানের হিন্দুকুশ। ভারতীয় সময় বিকেল ৩টে ৫৮ নাগাদ হওয়া এই ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৬.৬।

• পাকিস্তানে এখনও পর্যন্ত দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

• দিল্লিতে মেট্রো পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে।

• কম্পনের জেরে আলো নিভে যায় শ্রীনগর বিমানবন্দরে। ইমারজেন্সি পাওয়ার দিয়ে কাজ চালানো হচ্ছে।

• দু’বার কেঁপে ওঠে পাকিস্তান, আফগানিস্তান এবং উত্তর ভারতে।

• উত্তর ভারতে দেড় মিনিট ধরে কম্পন অনুভূত হয়।

• ‘দিল্লি সচিবালয়ের ছ’তলায় ছিলাম। আসবাবপত্র-সহ সব কিছু থরথর করে কেঁপে উঠতে দেখলাম।’ টুইটে জানালেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসৌদিয়া।

• ‘প্রার্থনা করি কোনও প্রাণহানি না হোক।’ টুইট করলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।

• ইউএসজিএস জানাচ্ছে, কম্পনের তীব্রতা ৬.৬।

• ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা য়ায়নি।

• রেডিও পাকিস্তান জানাচ্ছে পেশোয়ার, চিত্রল, গিলগিট, সোয়াট, ফয়সলাবাদে ব্যাপক কম্পন অনুভূত হয়। ২০১৫-র অক্টোবরে শক্তিশালী ভূমিকম্পে ৩০০ জনেরও বেশি প্রাণ হারিয়েছিলেন পাকিস্তান ও আফগানিস্তানে।

• নিরাপত্তার কারণে দিল্লিতে মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

• কয়েক মিনিট ধরে কম্পন অনুভূত হয়।

• আতঙ্কে লোকজন বাড়ির বাইরে বেরিয়ে এসেছেন।

• কম্পন অনুভূত হয়েছে দিল্লি, কাশ্মীর, পঞ্জাব, হরিয়ানা এবং উত্তরাখণ্ড-সহ গোটা উত্তর ভারতে।

• সবচেয়ে বেশি প্রভাব পড়েছে আফগানিস্তান ও পাকিস্তানে।

• রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৬.৮।

• কম্পনের উত্সস্থল কাবুল থেকে ২৮২ কিলোমিটার উত্তর-পূর্বে আফগানিস্তানের হিন্দুকুশের আসকাসম।

• প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান ও আফগানিস্তান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE