Advertisement
১৯ এপ্রিল ২০২৪

রাহুলের ইফতারে মমতার দূত দীনেশ

ইফতারের পরে দীনেশ জানান, ‘‘দেখা হওয়ার পরেই রাহুল গাঁধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশল জানতে চেয়েছেন। তাঁকে নমস্কার জানিয়েছেন কংগ্রেস সভাপতি।’’

ইফতার পার্টিতে রাহুল গাঁধী এবং প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দীনেশ ত্রিবেদী। রয়েছেন শশী তারুরও। বুধবার। —নিজস্ব চিত্র

ইফতার পার্টিতে রাহুল গাঁধী এবং প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দীনেশ ত্রিবেদী। রয়েছেন শশী তারুরও। বুধবার। —নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ জুন ২০১৮ ০৪:০০
Share: Save:

উষ্ণায়ন থেকে বিমান চলাচল— কথা হল অনেক কিছু নিয়ে। কিন্তু ইফতারে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি দীনেশ ত্রিবেদীর সঙ্গে জোট রাজনীতি নিয়ে একটি কথাও হল না রাহুল গাঁধীর।

আজ সন্ধেয় রাহুলের দেওয়া ইফতারে তৃণমূল নেত্রীর প্রতিনিধি হিসেবে সবার আগেই পৌঁছেছিলেন দীনেশ। তখনও কোনও নেতাই আসেননি। রাহুলের পাশের চেয়ারেই বসেছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। আধ ঘণ্টা পরে তিনি উঠে যাওয়ায় সেই আসনে এসে বসেন দীনেশ। রাহুলের সঙ্গে অনেক ক্ষণ কথা বলতেও দেখা যায় তাঁকে। তবে বিভিন্ন বিষয়ে কথা বললেও রাহুল তাঁর সঙ্গে জোট রাজনীতি নিয়ে কোনও কথাই বলেননি বলে রাজনৈতিক সূত্রের খবর।

ইফতারের পরে দীনেশ জানান, ‘‘দেখা হওয়ার পরেই রাহুল গাঁধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশল জানতে চেয়েছেন। তাঁকে নমস্কার জানিয়েছেন কংগ্রেস সভাপতি।’’

তবে শুভেচ্ছা বার্তার পরের আলোচনায় রাজনীতির প্রসঙ্গ তোলেননি রাহুল। দীনেশ যে হেতু বিমান চালাতে পারেন, তাঁর সঙ্গে সেই বিষয়ে আলোচনা করেন রাহুল। সম্প্রতি কংগ্রেস সভাপতির কর্নাটক সফরের সময়ে বিমানে গোলযোগ দেখা দিয়েছিল। দু’জনের আলোচনায় এসেছে সেই প্রসঙ্গ। এ ছাড়া, মুম্বইয়ের বর্ষা, উষ্ণায়ন নিয়েও তৃণমূল সাংসদের সঙ্গে কথা বলেছেন কংগ্রেস সভাপতি। তবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তৃণমূল সাংসদের কাছে কোনও কিছুই জানতে চাননি রাহুল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE