Advertisement
২৫ এপ্রিল ২০২৪

কেজরীদের পাশে মমতা ও যশবন্ত

এর পাল্টা বিজেপির কয়েক জন বিধায়ক  মুখ্যমন্ত্রীর দফতরে গিয়ে ধর্না শুরু করেছেন। আপের কয়েক হাজার সমর্থক আজ কেজরীর বাড়ির সামনে থেকে রাজভবন পর্যন্ত মিছিল করেন।

অরবিন্দ কেজরীবাল। —ফাইল চিত্র।

অরবিন্দ কেজরীবাল। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ জুন ২০১৮ ০৩:৫২
Share: Save:

আমলাদের ধর্মঘটে মদত জোগানো ও বিল আটকে রাখার অভিযোগে সোমবার থেকে উপরাজ্যপাল অনিল বৈজলের বাসভবনে ধর্না দিচ্ছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল ও আপ মন্ত্রীরা। উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া আজ শুরু করলেন অনশন। এর পাল্টা বিজেপির কয়েক জন বিধায়ক মুখ্যমন্ত্রীর দফতরে গিয়ে ধর্না শুরু করেছেন। আপের কয়েক হাজার সমর্থক আজ কেজরীর বাড়ির সামনে থেকে রাজভবন পর্যন্ত মিছিল করেন।

এ দিন আপের জমায়েতে হাজির হয়ে বিজেপি-ছুট যশবন্ত সিন্‌হা বলেন, ‘‘অটলবিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকলে, মন্ত্রীদের এই সঙ্কট কাটাতে তৎপর হতে নির্দেশ দিতেন।’’ যশবন্ত জানান, তিনি সমাজবাদী পার্টি, আরজেডি, জেডি(এস), সিপিএম এবং আরএলডি নেতাদের সঙ্গে তিনি কথা বলেছেন। তাঁরা এই আন্দোলনে সমর্থন করার আশ্বাস দিয়েছেন। কেজরীর পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট, ‘‘এক জন মুখ্যমন্ত্রীর উপযুক্ত মর্যাদা প্রাপ্য। উপরাজ্যপাল ও ভারত সরকারের প্রতি আবেদন, অবিলম্বে সমস্যা মেটান, যাতে মানুষকে দুর্ভোগে পড়তে না হয়।’’ তবে সমালোচনা করেছেন কংগ্রেসের শীলা দীক্ষিত। বলেছেন, ‘‘সরকারের প্রধানই ধর্নায় বসে! এটা মানা যায় না।’’

আপের রাজ্যসভার সদস্য সঞ্জয় সিংহের বক্তব্য, ‘‘দিল্লিতে জরুরি অবস্থার মতো পরিস্থিতি। চার মাস ধরে আমলারা ধর্মঘটে। সব প্রশাসনিক কাজকর্ম থমকে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE