Advertisement
২৬ এপ্রিল ২০২৪

আইএস হামলার ভুয়ো হুমকি মুম্বইয়ের মলে

পুলিশ জানিয়েছে, রবিবার দুপুরে মুম্বইয়ের এক জনপ্রিয় শপিংমলের এক তলা ও দোতলায় বেশ কিছু লিফলেট উদ্ধার হয়। যেখানে সন্ত্রাসবাদী হামলার হুমকি দিয়ে লেখা ছিল, ‘‘আইএস আসছে। স্লিপার সেল সক্রিয়।’’

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৮ জুন ২০১৯ ০১:৫৯
Share: Save:

প্রাক্তন প্রেমিকাকে অপদস্থ করতে তাঁর নম্বর দিয়ে আইএসের লিফলেট বিলি করে গ্রেফতার হল এক যুবক।

পুলিশ জানিয়েছে, রবিবার দুপুরে মুম্বইয়ের এক জনপ্রিয় শপিংমলের এক তলা ও দোতলায় বেশ কিছু লিফলেট উদ্ধার হয়। যেখানে সন্ত্রাসবাদী হামলার হুমকি দিয়ে লেখা ছিল, ‘‘আইএস আসছে। স্লিপার সেল সক্রিয়।’’ ওই লিফলেটগুলিতে একই হাতের লেখায়, একই রঙের স্কেচপেন দিয়ে দু’টি নম্বর লেখা ছিল। এগুলি উদ্ধারের পরেই আতঙ্ক ছড়ায়। সক্রিয় হয় ঠাণে পুলিশ ও সন্ত্রাসবিরোধী স্কোয়াড। ওই দু’টি নম্বরে ফোন করে তারা জানতে পারে, নম্বর দু’টির একটি এক জন মেয়ের, অন্যটি এক যুবকের।

জিজ্ঞাসাবাদের সময়ে পুলিশের কাছে মেয়েটি স্বীকার করেন, কেতন ঘোড়কে নামে ভিখরোলির এক যুবকের সঙ্গে সাত বছর ধরে তাঁর সম্পর্ক ছিল। সম্প্রতি তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। ওই যুবকই এই কাণ্ড ঘটাতে পারে বলে অভিযোগ করেন তিনি। পুলিশ ওই যুবকের ঠিকানা জেনে রবিবার রাতে তাকে বাড়ি থেকে তুলে আনে। জেরার মুখে কেতন স্বীকার করে, প্রাক্তন প্রেমিকা ও তাঁর নতুন প্রেমিককে বিপদে ফেলতে সন্ত্রাসবাদী হামলার হুমকি দিয়ে সে লিফলেট ছড়ানোর ছক কষেছিল। তবে তাঁর সঙ্গে কোনও সন্ত্রাসবাদী দলের যোগ নেই। পুলিশ পরে কেতনকে গ্রেফতার করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Crime Arrest Leaflet ISIS
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE