Advertisement
২৩ এপ্রিল ২০২৪

১৭ বছর ধরে রোজ ৫০০ গ্রাম মাটি খান ইনি! সুস্থ আছেন বেশ

না বুঝে বাচ্চাদের মতো মাটি খেয়ে ফেলা নয়। কারও সঙ্গে চ্যালেঞ্জ করেও নয়। বিগত ১৭ বছর ধরে রোজ প্রায় ৫০০ গ্রাম করে মাটি খান উত্তরপ্রদেশের মোরাদাবাদের বাসিন্দা রামেশ্বর! পেশায় তিনি কৃষক। এখন অবশ্য তিনি থাকেন হরিদ্বারের ব্রহ্ম পুরীতে। তাঁকে পরীক্ষা করে চিকিৎসকরা জানিয়েছেন, এই খাদ্যাভ্যাসে রামেশ্বরের শরীরে কোনও সমস্যা সৃষ্টি হয়নি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ মে ২০১৬ ১১:৪০
Share: Save:

না বুঝে বাচ্চাদের মতো মাটি খেয়ে ফেলা নয়। কারও সঙ্গে চ্যালেঞ্জ করেও নয়। বিগত ১৭ বছর ধরে রোজ প্রায় ৫০০ গ্রাম করে মাটি খান উত্তরপ্রদেশের মোরাদাবাদের বাসিন্দা রামেশ্বর! পেশায় তিনি কৃষক। এখন অবশ্য তিনি থাকেন হরিদ্বারের ব্রহ্ম পুরীতে। তাঁকে পরীক্ষা করে চিকিৎসকরা জানিয়েছেন, এই খাদ্যাভ্যাসে রামেশ্বরের শরীরে কোনও সমস্যা সৃষ্টি হয়নি।
কেন মাটি খান রামেশ্বর? তিনি জানান, দীর্ঘদিন আগে এক কঠিন অসুখে আক্রান্ত হয়েছিলেন তিনি। মুখ দিয়ে রক্ত বের হত নিয়মিত। চিকিৎসকরাও জানিয়ে দিয়েছিলেন এই রোগের নাকি কোনও চিকিৎসা নেই। তার পর হঠাত্ই একদিন মাটি খেয়ে ফেলেন তিনি। আশ্চর্যের কথা, এতে তাঁর অসুখও নাকি সেরে যায় ধীরে ধীরে। সেই থেকে রোজ মাটি খান রামেশ্বর। তবে মাছ-মাংস-ভাত-রুটিও বাদ যায়নি তাঁর খাদ্য তালিকা থেকে। কিন্তু রোজ এই পরিমাণ মাটি খেয়েও যে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এটাই কী কম আশ্চর্যের!



আরও পড়ুন...
নগ্ন করে বেঁধে যৌনাঙ্গে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে কিশোরকে মারধর মদ্যপদের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

consumes mud last 17 years
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE