Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Sandal

নতুন চপ্পল খুঁজতে এ বার তদন্তে নামল পুলিশ!

নতুন চপ্পল ঘরের বাইরে রেখেই ঘুমিয়ে ছিলেন বিশাল কালেকর। সকালে বাইরে বেরিয়েই দেখেন, চুরি হয়ে গিয়েছে সেই নয়া চপ্পল জোড়া।

বিষয়টি শুনে প্রথমে তাজ্জব হয়ে যায় পুলিশ।

বিষয়টি শুনে প্রথমে তাজ্জব হয়ে যায় পুলিশ।

সংবাদ সংস্থা
পুণে শেষ আপডেট: ১২ অক্টোবর ২০১৭ ১১:০৬
Share: Save:

নতুন চপ্পল ঘরের বাইরে রেখেই ঘুমিয়ে ছিলেন বিশাল কালেকর। সকালে বাইরে বেরিয়েই দেখেন, চুরি হয়ে গিয়েছে সেই নয়া চপ্পল জোড়া। নতুন চটি চুরি গিয়েছে দেখে, মেজাজ সপ্তমে চড়ে যায় তাঁর। এর একটা হেস্তনেস্ত করতেই হবে! যেই ভাবা, তেমনি কাজ! নালিশ করতে সোজা থানায় ছুটে যান তিনি।

চটি চুরি হয়ে গিয়েছে বলে এক ব্যক্তি অভিযোগ জানাতে এসেছেন! বিষয়টি শুনে প্রথমে তাজ্জব হয়ে যায় পুলিশ। যদিও শেষ পর্যন্ত অভিযোগ গ্রহণ করা হয়। এ বিষয়ে তদন্তও শুরু করেছে পুণের খের তেহসিল থানার পুলিশ।

আরও পড়ুন: চাঁদ নামাবেন মোদী! তীক্ষ্ণ হুল রাহুলের

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, গত ৩ অক্টোবর ৪২৫ টাকা দিয়ে চপ্পল জোড়া কেনেন খের তেহসিলের রকশেওয়াদির বাসিন্দা বিশাল। সে দিন রাতে নিজের ঘরের বাইরে চপ্পল জোড়া রেখেছিলেন তিনি। বিশাল জানিয়েছেন, রাত ৩টে নাগাদ ঘরে ঢোকেন তিনি। কিন্তু, সকাল ৮টা নাগাদ দেখেন চটিদু’টি চুরি হয়ে গিয়েছে।

আরও পড়ুন: সেতু-কাণ্ডে দায়ী বৃষ্টি, বলছে রিপোর্ট

পুলিশ সূত্রে খবর, অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু হয়েছে। খের-এর পুলিশ ইন্সপেক্টর প্রদীপ যাদব পিটিআইকে বলেন, ‘‘আমরা অভিযোগ গ্রহণ করেছি। দ্রুত এই মামলা শেষ করার চেষ্টা করছি।’’ ভারতীয় দণ্ডবিধির ৩৭৯ ধারায় মামলাও রুজু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE