Advertisement
১৯ এপ্রিল ২০২৪
National News

ফের সেই আলওয়ার, ফের পিটিয়ে মারল স্বঘোষিত গোরক্ষকরা

পুলিশ সূত্রে খবর, দু’টি গরু নিয়ে হেঁটে আলওয়ারের রামগড় থেকে ফিরছিলেন আকবর ও তাঁর সঙ্গী। কাছেই হরিয়ানার কোলগাঁও গ্রামের বাসিন্দা দু’জনেই। গ্রামে ফেরার পথে কয়েকজন তাঁদের আটকায়। গরু পাচারকারী বলে গাল দিতে দিতে শুরু হয় গণপিটুনি। বাঁশ-লাঠি দিয়ে মারধরের পাশাপাশি চলে কিল-চড়-ঘুসি। ঘটনাস্থলেই মারা যান বছর ২৮-এর আকবর। আশঙ্কাজনক অবস্থায় তাঁর সঙ্গীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্রাফিক শৌভিক দেবনাথ।

গ্রাফিক শৌভিক দেবনাথ।

সংবাদ সংস্থা
আলওয়ার শেষ আপডেট: ২১ জুলাই ২০১৮ ১১:৪০
Share: Save:

পেহলু খানের পর আকবর খান। ফের গোরক্ষার নামে পিটিয়ে খুন। এবং ফের সেই আলওয়ার।

গরু পাচারকারী সন্দেহে রাজস্থানের আলওয়ারে শুক্রবার রাতে ফের এক জনকে পিটিয়ে মারল স্বঘোষিত গোরক্ষক বাহিনী। গণপিটুনিতে গুরুতর জখম আরও একজন পাঞ্জা লড়ছেন মৃত্যুর সঙ্গে। নিহতের নাম আকবর খান।

পুলিশ সূত্রে খবর, দু’টি গরু নিয়ে হেঁটে আলওয়ারের রামগড় থেকে ফিরছিলেন আকবর ও তাঁর সঙ্গী। কাছেই হরিয়ানার কোলগাঁও গ্রামের বাসিন্দা দু’জনেই। গ্রামে ফেরার পথে কয়েকজন তাঁদের আটকায়। গরু পাচারকারী বলে গাল দিতে দিতে শুরু হয় গণপিটুনি। বাঁশ-লাঠি দিয়ে মারধরের পাশাপাশি চলে কিল-চড়-ঘুসি। ঘটনাস্থলেই মারা যান বছর ২৮-এর আকবর। আশঙ্কাজনক অবস্থায় তাঁর সঙ্গীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: পাঁচের বেশি লোককে বার্তা নয় একসঙ্গে

২০১৭-র ৫ এপ্রিল এই আলওয়ারেই শ-দুয়েক স্বঘোষিত গোরক্ষক পেহলু খান-সহ সাত জনকে বেধড়ক মারধর করে। বাকি ছ’জন প্রাণে বাঁচলেও, মৃত্যু হয় পেহলু খানের। সেই ঘটনার পর দেশজুড়ে তোলপাড় হয়। এমনকী, সংসদেও এ নিয়ে আলোচনা হয়। স্বঘোষিত এই গোরক্ষকদের বিরুদ্ধে সোচ্চার হন বিরোধীরা। সাধারণ মানুষের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া হয়। কিন্তু তার পরও গোরক্ষার নামে গণপিটুনিতে মৃত্যু আটকানো যায়নি। গত দু’বছরে এই ধরনের ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: হিন্দু হওয়ার মানে কী, নরেন্দ্র মোদীর কাছে শিখেছি: রাহুল

চার দিন আগেই এ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে, গণপিটুনি রুখতে নতুন আইন আনার পরামর্শ দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু সংসদে রাজনাথ সিং জানিয়ে দেন, এই মুহূর্তে এ নিয়ে নতুন আইন আনার কোনও প্রয়োজন নেই। তবে গুজব বা গোরক্ষার নামে গণপিটুনি ঠেকাতে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ওই আশ্বাস এখনও যে শুধু কথার কথা, এক সপ্তাহের মধ্যেই তা বুঝিয়ে দিল শুক্রবার রাতের এই হত্যাকাণ্ড।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE