Advertisement
২৪ এপ্রিল ২০২৪

জঙ্গি-মন্তব্যে প্যাঁচে পর্রীকর

কথাটা কি তিনি একেবারেই আলটপকা বলেছিলেন, না সেটা তাঁর সুচিন্তিত মন্তব্য— তা এখনও পরিষ্কার নয়। কিন্তু বিতর্কের জল আজ আরও ঘোলা হয়ে গেল। এক দিকে প্রতিক্রিয়া জানাল পাকিস্তান, অন্য দিকে প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পর্রীকরের মন্তব্য ভয়ঙ্কর বলে মন্তব্য করে তা প্রত্যাহারের দাবি জানালেন বিরোধীরা।

মনোহর পর্রীকর

মনোহর পর্রীকর

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ মে ২০১৫ ০৩:১৮
Share: Save:

কথাটা কি তিনি একেবারেই আলটপকা বলেছিলেন, না সেটা তাঁর সুচিন্তিত মন্তব্য— তা এখনও পরিষ্কার নয়। কিন্তু বিতর্কের জল আজ আরও ঘোলা হয়ে গেল। এক দিকে প্রতিক্রিয়া জানাল পাকিস্তান, অন্য দিকে প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পর্রীকরের মন্তব্য ভয়ঙ্কর বলে মন্তব্য করে তা প্রত্যাহারের দাবি জানালেন বিরোধীরা।
পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদ দমনের প্রসঙ্গে দু’দিন আগে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ‘‘সন্ত্রাসবাদীদের কেবল সন্ত্রাসবাদী দিয়ে মোকাবিলা করা যায়। এ ব্যাপারে খোলামেলা কথা বলব না, তবে পরিকল্পনা আমাদের মাথায় রয়েছে।’’ বিতর্কের সূত্রপাত সেখান থেকেই। পাক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সরতাজ আজিজ দাবি করেছেন, তাঁদের সন্দেহই প্রমাণিত হল। পাকিস্তানে সন্ত্রাসবাদী পাঠিয়ে নাশকতা ঘটিয়েছে ও ঘটাচ্ছে ভারতীয় গুপ্তচর সংস্থা। আজিজের কথায়, ‘‘এত দিন ইসলামাবাদ সে কথা বলত, এখন ভারতের প্রতিরক্ষা মন্ত্রীই তা স্বীকার করে নিচ্ছেন।’’

এই প্রসঙ্গে প্রশ্নের জবাবে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চিদম্বরম আজ বলেন, ‘‘প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্য ভয়ঙ্কর। কী মন্তব্য তিনি করেছেন, তা বুঝতে পারলে এখনই প্রত্যাহার করুন।’’ চিদম্বরমের দাবি, ভারত কোনও দিনই জঙ্গি তৈরি করেনি বা সেই তত্ত্বে বিশ্বাস করেনি। ভারতের কোনও গোয়েন্দা বা গুপ্তচর সংস্থায় জঙ্গি নেই। গত দশ বছরে তা হয়নি। চিদম্বরমের কথায়, ‘‘আশা করি এনডিএ সরকারের আমলেও তা হবে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE