Advertisement
২০ এপ্রিল ২০২৪

খোঁজ নিলেন পর্রীকর

রাজ্যে সন্ত্রাসবিরোধী অভিযানের ব্যাপারে খোঁজখবর নিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পর্রীকর। দু’দিনের উত্তর-পূর্ব সফরে এসেছেন তিনি। তবে আজ তাঁর তাওয়াং যাওয়ার কথা থাকলেও মন্দ আবহাওয়ার জন্য সেই সফর বাতিল করা হয়।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ০৩ মে ২০১৫ ১২:৩০
Share: Save:

রাজ্যে সন্ত্রাসবিরোধী অভিযানের ব্যাপারে খোঁজখবর নিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পর্রীকর। দু’দিনের উত্তর-পূর্ব সফরে এসেছেন তিনি। তবে আজ তাঁর তাওয়াং যাওয়ার কথা থাকলেও মন্দ আবহাওয়ার জন্য সেই সফর বাতিল করা হয়। পর্রীকরকে তেজপুর বিমানবন্দরে স্বাগত জানান সেনাপ্রধান দলবীর সিংহ সুহাগ ও ইস্টার্ন কম্যান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল এমএমএস রাই। পর্রীকর উত্তর-পূর্বের সীমান্ত সড়কের বেহাল দশা নিয়ে বর্ডার রোড অরগানাইজেশনের সমালোচনা করেন। তিনি বলেন, ‘‘ভারতের সীমান্ত সুরক্ষায় সীমান্ত সড়কের গুরুত্ব সবচেয়ে বেশি। তাই এ বার থেকে আমি ব্যক্তিগত ভাবে বিষয়টি তদারক করব।’’ তিনি শোলামারা সেনাশিবির, গজরাজ কোরের সদর দফতর ও রঙিয়ায় রেড হর্ন ডিভিশনের সদর দফতর ঘুরে দেখেন। তিন জায়গাতেই পর্রীকর ও সুহাগ সেনাকর্তাদের কাছ থেকে রাজ্য তথা উত্তর-পূর্বের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সন্ত্রাস দমনের গতি-প্রকৃতি নিয়ে খবর নেন। প্রতিকূল পরিবেশে সেনা জওয়ানরা যে ভাবে সীমান্ত রক্ষা ও নাশকতা দমনে সাফল্য পেয়েছেন তার ভূয়সী প্রশংসা করেন প্রতিরক্ষা মন্ত্রী। সেনাকর্তারা জানান, পুলিশ-প্রশাসন ও অন্য আধা-সেনা বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে জঙ্গি দমনে সেনাবাহিনী উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

manohar parrikar bjp NDA terrorist airport
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE