Advertisement
২০ এপ্রিল ২০২৪

শিনা বরার ‘নীরব খুনি’ পিটার, বলছে সিবিআই 

প্রাক্তন মিডিয়া ব্যারন পিটার মুখোপাধ্যায়কে শিনা বরার ‘নীরব খুনি’ বলে উল্লেখ করল সিবিআই। ধৃত পিটারের জামিনের বিরোধিতা করে বিশেষ আদালতে এই কথা বলেছে তারা। 

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১০ মার্চ ২০১৯ ০১:৪৮
Share: Save:

প্রাক্তন মিডিয়া ব্যারন পিটার মুখোপাধ্যায়কে শিনা বরার ‘নীরব খুনি’ বলে উল্লেখ করল সিবিআই। ধৃত পিটারের জামিনের বিরোধিতা করে বিশেষ আদালতে এই কথা বলেছে তারা।

গত নভেম্বর মাসে বিশেষ সিবিআই বিচারক জে সি জগদালের এজলাসে জামিনের আবেদন করেন পিটার। শুক্রবার সেই জামিনের বিরোধিতা করেই বিশেষ সরকারি আইনজীবী ভরত বদামী পিটারকে ‘নীরব খুনি’ বলে বর্ণনা করেছেন। তুলে এনেছেন লস্কর প্রধান হাফিজ সইদের প্রসঙ্গও।

কেন? পিটারের তরফে যুক্তি দেওয়া হয়েছে, শিনা খুনের সময় তিনি লন্ডনে ছিলেন। সিবিআইয়ের আইনজীবী পাল্টা যুক্তি দিয়েছেন, ২৬/১১ মুম্বই হামলার সময়ে হাফিজ সইদ পাকিস্তানে ছিল।

তার মানে এই নয় যে, হামলার সঙ্গে সে জড়িত নয়।

২০১২ সালে খুন হন শিনা। বদামীর যুক্তি, শিনা হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে পিটার যে জড়িত, তা নিয়ে সিবিআইয়ের হাতে যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ রয়েছে। পিটার জানতেন, শিনা তাঁর ছেলে রাহুল মুখোপাধ্যায়ের বাগদত্তা। তবু শিনা ‘নিখোঁজ’ হওয়ার পরে তাঁকে খুঁজে বার করার জন্য পিটার কোনও চেষ্টাই করেননি। এর পরেই বদামী বলেন, ‘‘পিটার সব জেনেও মূর্তির মতো চুপ করে ছিলেন। শিনার ‘নিখোঁজ’ হওয়ার কথা পিটারকে বহু বার বলেছিলেন রাহুল। তবু পিটার কোনও রকম পদক্ষেপ করেননি।’’

বদামী আরও বলেন, তার উপরে রাহুলের আদালতে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। পিটার জামিন পেলে সাক্ষীকে (রাহুল) প্রভাবিত করতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sheena Bora Peter Mukerjea Indrani Mukerjea CBI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE