Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Conrad Sangma

মেঘালয়ে মারধর, বার্তা রাজ্যপালের

তথাগতবাবু টুইট করে জানান, লাওসোতুনের ঘটনায় অন্যান্য রাজ্যের মানুষের মনেও মেঘালয়ে জনজাতি বনাম অ-জনজাতির সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলছে।

মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়।—ফাইল চিত্র।

মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়।—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ১০ জুলাই ২০২০ ০৬:২৮
Share: Save:

মেঘালয়ে বাস করা বাঙালি তথা অ-জনজাতিদের অধিকার ও নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব রাজ্য সরকারের। করোনা সংক্রান্ত কোনও নিয়মভঙ্গ হয়ে থাকলে তা দেখবে পুলিশ। কোনও বিশৃঙ্খল গুণ্ডাবাহিনীর নয়। ৩ জুলাই শিলংয়ের লাওসোতুনে ৬ বাঙালি যুবককে বাস্কেটবল খেলার ‘অপরাধে’ বেধড়ক মারধর করার ঘটনার নিন্দা করে মুখ্যমন্ত্রী কনরাড সাংমাকে এমনই বার্তা দিলেন রাজ্যপাল তথাগত রায়।

তথাগতবাবু টুইট করে জানান, লাওসোতুনের ঘটনায় অন্যান্য রাজ্যের মানুষের মনেও মেঘালয়ে জনজাতি বনাম অ-জনজাতির সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলছে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককেও জানানো হয়েছে।

রাজ্যপালের মতে, “অ-জনজাতি মানেই বাইরের লোক নন। আইনের চোখে সকলের সমান অধিকার। যদি অ-জনজাতি মানুষদের অধিকার নিশ্চিত করতে না পারি, তবে আমি নিজেকে রাজ্যপাল হিসেবে পরিচয় দেব কী করে?”বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর দীর্ঘ আলোচনা হয়েছে। কনরাড অ-জনজাতিদের স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।

প্যাট্রিসিয়া মুখিম বিষয়টি নিয়ে সরকার, পুলিশ, দরবার স্নং (গ্রাম সভা)-এর সমালোচনা করায় তাঁর বিরুদ্ধে দরবার এফআইআর করেছে। রাজ্যপালের বক্তব্য, ওই এফআইআর মোটেই আইনসঙ্গত হয়নি। খাসি, জয়ন্তীয়, গারো ছাত্র সংগঠন অবশ্য দরবারের পক্ষেই দাঁড়িয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Conrad Sangma Tathagata Roy Meghalaya
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE