Advertisement
২০ এপ্রিল ২০২৪

কয়েকটি রাজ্যে রাজ্যপাল বদল করতে চলেছে মোদী সরকার

মন্ত্রিসভার রদবদলের পাশাপাশি বেশ কিছু রাজ্যে রাজ্যপাল বদলের কাজেও হাত দিল নরেন্দ্র মোদী সরকার। সরকারের শীর্ষ সূত্রের মতে, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে দলের সভাপতি অমিত শাহ ও অরুণ জেটলির সঙ্গে একপ্রস্ত আলোচনা করেছেন।

দিগন্ত বন্দ্যোপাধ্যায়
নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ মে ২০১৬ ১৫:৫০
Share: Save:

মন্ত্রিসভার রদবদলের পাশাপাশি বেশ কিছু রাজ্যে রাজ্যপাল বদলের কাজেও হাত দিল নরেন্দ্র মোদী সরকার।

সরকারের শীর্ষ সূত্রের মতে, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে দলের সভাপতি অমিত শাহ ও অরুণ জেটলির সঙ্গে একপ্রস্ত আলোচনা করেছেন। সরকারের এক সূত্রের মতে, কম-বেশি পাঁচ রাজ্যে রাজ্যপাল বদল করতে পারে মোদী সরকার। সরকার ও বিজেপির সংগঠনের রদবদলের সঙ্গেই এই বিষয়টি স্থির হবে।

রাজস্থানের রাজ্যপাল কল্যাণ সিংহকে ইস্তফা দিইয়ে এমনিতেই তাঁকে উত্তরপ্রদেশের নির্বাচনে কাজে লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে ক্ষেত্রে উত্তরাখণ্ডের রাজ্যপাল কৃষ্ণকান্ত পলকে রাজস্থানে পাঠানো হতে পারে। উত্তরাখণ্ডের সঙ্কটের সময় মুখ্যমন্ত্রী হরীশ রওয়াতকে বাড়তি সুবিধা দেওয়ার ঘটনায় রাজ্যপালের ভূমিকায় সরকারের অনেকেই সন্তুষ্ট নন। তাঁকে বিজেপি শাসিত রাজ্যে পাঠানো হতে পারে। তার উপর আগামী বছর গুজরাতের ভোটের আগে সে রাজ্যের মুখ্যমন্ত্রী আনন্দীবেন পটেলকে সরিয়ে তাঁকে রাজ্যপাল বানানোর সিদ্ধান্তও অনেকটা পাকা। আনন্দীবেনকে পঞ্জাবের রাজ্যপাল করার ভাবনা রয়েছে।

এই মুহূর্তে পঞ্জাবে কোনও স্থায়ী রাজ্যপাল নেই। ক্যাপ্টেন সিংহ সোলাঙ্কি চণ্ডীগড়, হরিয়ানার পাশাপাশি পঞ্জাবের দায়িত্বও পালন করছেন। তার উপর তামিলনাড়ুর রাজ্যপাল কে রোসাইয়ার মেয়াদ শেষ হচ্ছে এ বছর অগস্ট মাসে। মধ্যপ্রদেশের রাজ্যপাল রাম নরেশ যাদবের মেয়াদও এ বছর শেষ হবে। কিন্তু আগামী সেপ্টেম্বর পর্যন্ত সময় রয়েছে। অন্ধ্রপ্রদেশ থেকে তেলঙ্গানা ভাগ হওয়ার পরেও দুই রাজ্যে ইএসএল নরসিমহন দায়িত্ব পালন করে চলেছেন। কেন্দ্রীয় সরকার দুই রাজ্যে পৃথক রাজ্যপাল নিয়োগ করতে চায়। ভি সনমুগানথন একাধারে মণিপুর ও মেঘালয়ের দায়িত্বে রয়েছেন। ফলে এই দুই রাজ্যেও দু’জন পৃথক রাজ্যপাল নিয়োগ করা যেতে পারে।

সরকারি সূত্রের মতে, এখন সব মিলিয়ে কম-বেশি পাঁচ রাজ্যে রাজ্যপাল নিয়োগ করতে পারে সরকার। নতুন নামের মধ্যে দিল্লির প্রাক্তন পুলিশ কমিশনার বি এস বাসসির নাম উঠে আসছে। তা ছাড়া মোদী মন্ত্রিসভার রদবদলের পর ৭৫ বছর বয়সের ঊর্ধ্বে পৌঁছে যাওয়া নাজমা হেপতুল্লা কিংবা কলরাজ মিশ্রকেও যদি সরিয়ে দেওয়া হয়, তা হলে তাঁদেরও রাজভবনের বাসিন্দা করা যেতে পারে। এর পাশাপাশি বিশিষ্ট আইনজীবী সোলি সোরাবজিকেও রাজ্যপাল করার একটি প্রস্তাব রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

narenrda modi amit shah BJP governor
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE