Advertisement
১৯ এপ্রিল ২০২৪

অনুমতির জটে রাহুল, আগেই কেরলে মোদী

গত ক’দিন ধরেই কেরলের বন্যা পরিস্থিতি দেখতে যেতে চাইছিলেন রাহুল। কিন্তু নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি ছাড়পত্র দেয়নি। এ দিকে অটলবিহারী বাজপেয়ীর অন্ত্যেষ্টি শেষ হতেই কেরল উড়ে যান মোদী। আজ কপ্টারে চেপে উপদ্রুত এলাকাগুলি ঘুরে দেখেন তিনি। অন্তর্বর্তিকালীন ৫০০ কোটি টাকা সাহায্যেরও ঘোষণা করেন। 

রাহুল গাঁধী

রাহুল গাঁধী

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৮ ০৪:১৮
Share: Save:

চেষ্টা করছেন বেশ কিছু দিন ধরেই। কিন্তু নিরাপত্তার কারণে অনুমতি পাননি রাহুল গাঁধী। তাঁর আগেই গত কাল কেরলে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাহুলের না-যাওয়া এবং মোদীর যাওয়া নিয়ে শুরু হয়েছে তরজা। তবে যেতে না পারলেও কেরলের বন্যাকে অবিলম্বে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করার দাবি তুলেছেন রাহুল।

গত ক’দিন ধরেই কেরলের বন্যা পরিস্থিতি দেখতে যেতে চাইছিলেন রাহুল। কিন্তু নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি ছাড়পত্র দেয়নি। এ দিকে অটলবিহারী বাজপেয়ীর অন্ত্যেষ্টি শেষ হতেই কেরল উড়ে যান মোদী। আজ কপ্টারে চেপে উপদ্রুত এলাকাগুলি ঘুরে দেখেন তিনি। অন্তর্বর্তিকালীন ৫০০ কোটি টাকা সাহায্যেরও ঘোষণা করেন।

রাহুলের না যেতে পারা নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য না করলেও এর পিছনে রাজনীতি রয়েছে বলে দাবি করেছেন কংগ্রেস নেতারা। তাঁদের অভিযোগ, পরিকল্পিত ভাবেই আটকানো হয়েছে রাহুলকে। যাতে তিনি প্রধানমন্ত্রীর আগে কেরল সফরে যেতে না পারেন। বিজেপি শিবিরের পাল্টা দাবি, প্রধানমন্ত্রী হিসেবে নিজের দায়িত্ব পালন করতেই কেরলে গিয়েছেন মোদী।

কেরল সরকার শুরুতে রাহুলকে বন্যাদুর্গত এলাকায় আসতে বারণ করেছিল। কেরল সরকারের বক্তব্য ছিল, রাহুলের মতো ভিভিআইপি এলে ত্রাণের কাজ ব্যাহত হবে। যুক্তি মেনে ঘনিষ্ঠ মহলে রাহুল জানিয়েছিলেন, তিনি কেরলের পরিস্থিতি খতিয়ে দেখতে আগ্রহী। কিন্তু অনুমতি পাওয়া যাচ্ছে না। আজ কেরলের বন্যাকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণার দাবি তুলে রাহুল বলেন, ‘‘দোটানা ছেড়ে কেরলের বন্যাকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করুন প্রধানমন্ত্রী।’’ কেরলের কংগ্রেস নেতাদের বক্তব্য, এটি উত্তরাখণ্ডের চেয়েও বড় প্রাকৃতিক দুর্যোগ। কেন্দ্রের উচিত সে ভাবেই পদক্ষেপ করা।

ত্রাণের অর্থ নিয়েও শুরু হয়েছে রাজনীতি। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ১০০ কোটি টাকা সাহায্যের ঘোষণা করেছিল। যা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা বলেন, ‘‘যে রাজ্যগুলিতে বিজেপি ক্ষমতায় নেই, তাদের সঙ্গে বঞ্চনা বন্ধ করুন প্রধানমন্ত্রী।’’ তাঁর দাবি, কংগ্রেস শাসিত কেরলের সাহায্যে দেশের কংগ্রেস শাসিত রাজ্য পঞ্জাব (১০ কোটি), কর্নাটক (১০ কোটি) ও পুদুচেরি (১ কোটি) এগিয়ে এসেছে। কংগ্রেস বিধায়ক ও সাংসদদের এক মাসের বেতন কেরল ত্রাণ তহবিলে দেওয়ার নির্দেশ দিয়েছেন রাহুল। কিন্তু কোনও বিজেপি শাসিত রাজ্য এগিয়ে আসেনি। বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র এই অভিযোগ উড়িয়ে বলেন, ‘‘মিথ্যে কথা। গুজরাত ও ঝাড়খণ্ড ১০ কোটি করে এবং মহারাষ্ট্র ২০ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’’

পরে প্রধানমন্ত্রীর ৫০০ কোটি টাকার সাহায্যের ঘোষণাকে স্বাগত জানিয়ে টুইটারে রাহুল বলেন, ‘‘এটি ভাল সিদ্ধান্ত। যদিও তা যথেষ্ট নয়। অবিলম্বে জাতীয় বিপর্যয় ঘোষণা করুক কেন্দ্র।’’ এ প্রসঙ্গে কেন্দ্রের ব্যাখ্যা, এটি অন্তর্বর্তিকালীন সাহায্য। সামগ্রিক ক্ষয়ক্ষতির চিত্রটি পাওয়া গেলে নতুন করে সাহায্য করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Flood Kerala Narendra Modi Rahul Gandhi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE