Advertisement
২৩ এপ্রিল ২০২৪

অগুস্তায় নিশানা সনিয়াই: কংগ্রেস

মনমোহন সিংহের আমলে এই হেলিকপ্টার কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি আজ বলেন, ‘‘প্রমাণ হল, এই দুর্নীতিতে গাঁধী পরিবারের কেউ যুক্ত নন।’’

ফাইল চিত্র

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২০ জুলাই ২০১৮ ০৪:৪৫
Share: Save:

অনাস্থা প্রস্তাবের এক রাত আগে কংগ্রেস অভিযোগ তুলল, সনিয়া গাঁধীকে হেলিকপ্টার-দুর্নীতিতে ফাঁসানোর চেষ্টা করছেন নরেন্দ্র মোদী। সংসদেও বিষয়টি নিয়ে সরব হবে তারা।

আজ সন্ধ্যায় জরুরি সাংবাদিক বৈঠক ডেকে কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা বলেন, অগুস্তা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার দুর্নীতিতে অভিযুক্ত ক্রিশ্চিয়ান মিশেলকে ভারতীয় তদন্তকারীরা দু’দিন আগে দুবাইয়ে গ্রেফতার করেছেন। কিন্তু তাঁর বোন শাশা ওজেনেন এবং আইনজীবী রোজমেরি প্যাট্রিজ সাফ জানিয়েছেন, এই মামলায় সনিয়া গাঁধীর নাম জড়ানোর জন্য ক্রিশ্চিয়ানকে চাপ দিচ্ছে নরেন্দ্র মোদী সরকারের সিবিআই এবং ইডি।

মনমোহন সিংহের আমলে এই হেলিকপ্টার কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি আজ বলেন, ‘‘প্রমাণ হল, এই দুর্নীতিতে গাঁধী পরিবারের কেউ যুক্ত নন।’’

কংগ্রেসের বক্তব্য, সংস্থাটিকে কালো তালিকাভুক্ত করে বাড়তি জরিমানা আদায় করেছিল তাদের সরকার। অথচ মোদী সরকার এসে সেই সংস্থাকেই বরাত দিয়েছে। বিজেপির বক্তব্য, তদন্ত শেষের আগে এ সব বলে কংগ্রেস নিজেদের ভয়ই প্রকাশ করছে। হেলিকপ্টার সংস্থাটিকেও নতুন কোনও বরাত দেওয়া হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Augusta Deal Sonia Gandhi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE