Advertisement
১৬ এপ্রিল ২০২৪
National News

‘হিটলারের চেয়েও বড় হিটলার এসে গিয়েছেন’ আরও চড়া মমতার সুর

দিল্লি পৌঁছেই আক্রমণের সুর তুঙ্গে তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে হাজির হলেন সংসদ চত্বরে বিরোধী দলগুলির সম্মিলিত বিক্ষোভে। তার পর যন্তর-মন্তরে তৃণমূলের ধর্না মঞ্চ থেকে ফের চ্যালেঞ্জ ছুড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ‘‘হিটলারের চেয়েও বড় হিটলার এসে গিয়েছেন’’, মন্তব্য মমতার।

দিল্লির ধর্নামঞ্চ থেকে মোদীকে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: পিটিআই।

দিল্লির ধর্নামঞ্চ থেকে মোদীকে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৬ ১৮:৪৬
Share: Save:

দিল্লি পৌঁছেই আক্রমণের সুর তুঙ্গে তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে হাজির হলেন সংসদ চত্বরে বিরোধী দলগুলির সম্মিলিত বিক্ষোভে। তার পর যন্তর-মন্তরে তৃণমূল আয়োজিত ধর্না মঞ্চ থেকে ফের চ্যালেঞ্জ ছুড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ‘‘হিটলারের চেয়েও বড় হিটলার এসে গিয়েছেন’’, মোদীকে তীব্র কটাক্ষ করে মন্তব্য মমতার।

তৃণমূলনেত্রীর দাবি, যন্তর-মন্তরে তৃণমূলের ধর্না ভেস্তে দেওয়ার চেষ্টা করেছে বিজেপি। ধর্নাস্থলের কাছে তারস্বরে মাইক বাজিয়ে ধর্না ভন্ডুল করার চেষ্টা হয়েছে বলে মমতা এ দিন অভিযোগ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘গণতন্ত্রে সৌজন্য বোধটুকু দরকার, বিরোধীদের কথাও শুনতে হবে। আমাদের প্রতিবাদ কর্মসূচি ভন্ডুল করার চেষ্টা হয়েছে।’’ মোদীর নিন্দায় আগের চেয়েও মুখর হয়ে মমতা এ দিন বলেছেন, ‘‘হিটলারের চেয়েও বড় হিটলার এসে গিয়েছেন। ইচ্ছা মতো সিদ্ধান্ত নিয়ে চলেছেন, আলোচনার কোনও প্রয়োজনই বোধ করছেন না। ... মিডিয়াকে ধমকাচ্ছেন, কর্পোরেট হাউসকে ধমকাচ্ছেন।’’ তৃণমূলনেত্রীর কটাক্ষ, ‘‘অচ্ছে দিনের কথা বলে প্রথমে ভোট নিয়েছিলেন, আর এখন সাধারণ মানুষের নোট লুঠ করে নিলেন।’’

আচমকা নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে সাধারণ মানুষকে চূড়ান্ত বিপদে ফেলে দেওয়া হয়েছে বলে মমতা এ দিন অভিযোগ করেছেন। উত্তরপ্রদেশ এবং পঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনে মোদীকে এই ‘হিটলারি আচরণের’ ফল বুঝিয়ে দেওয়া হবে বলে এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুড়েছেন। তিনি বলেছেন, ‘‘আবার ভোট আসছে, উত্তরপ্রদেশ, পঞ্জাবে ভোট হবে, সেখানেই এর ফল বুঝতে পারবেন।’’

আরও পড়ুন: মোদীর প্রস্তাব প্রত্যাখ্যান, বৈঠকে যাচ্ছেন না মমতা

আচমকা নোট বাতিলের পিছনে মোদীর ‘গোপন উদ্দেশ্য’ রয়েছে বলেও এ দিন ফের অভিযোগ করেছেন মমতা। ‘‘এত তাড়াহুড়ো করে নোট বাতিল করে দেওয়ার কারণ কী?’’ জানতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর ক্ষমতার অহঙ্কারে যা খুশি তাই করছেন, শ্লেষ মমতার। তিনি বলেছেন, ‘‘ক্ষমতায় থাকলে কখনও কখনও চোখ-কান বন্ধ হয়ে যায়। ... সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন বলেই এ রকম করছেন? আপনি কী চাইছেন? গুলি চালাতে?, গুন্ডামি করতে?’’ এর পরই মমতার চ্যালেঞ্জ, ‘‘যতক্ষণ না এই সমস্যার সমাধান হবে, ততক্ষণ আন্দোলন চালাব।’’ তৃণমূলনেত্রী বলেন, ‘‘ভোটের জন্য নয়, মানুষের জন্য আন্দোলন করছি। গুলি করলেও আন্দোলন চলবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE