Advertisement
১৮ এপ্রিল ২০২৪

লক্ষাধিক টাকা ছিনতাই শিলচরে

একই কায়দায় একদিনে শিলচরের দুই জায়গা থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে গেল দুষ্কৃতীরা। দিনদুপুরে শিলচর শহরে এ ধরনের ঘটনা বেড়ে চলায় উদ্বেগে সাধারণ মানুষ। আজ ইউনাইটেড ব্যাঙ্কের শিলচর শাখায় টাকা জমা করতে গিয়েছিলেন ইউনিয়ন ফ্লাওয়ার মিলের কর্মীরা।

নিজস্ব সংবাদদাতা
শিলং শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৬ ০৩:৩৮
Share: Save:

একই কায়দায় একদিনে শিলচরের দুই জায়গা থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে গেল দুষ্কৃতীরা। দিনদুপুরে শিলচর শহরে এ ধরনের ঘটনা বেড়ে চলায় উদ্বেগে সাধারণ মানুষ। আজ ইউনাইটেড ব্যাঙ্কের শিলচর শাখায় টাকা জমা করতে গিয়েছিলেন ইউনিয়ন ফ্লাওয়ার মিলের কর্মীরা। ম্যানেজার দিলীপ দাস গাড়িতে বসেছিলেন। টাকার ব্যাগ নিয়ে ব্যাঙ্কে যান কৃষ্ণ কুর্মী। সঙ্গে ছিলেন রাজেশ সাউ। ১০ লক্ষ টাকা জমার পর কাঁধ-ব্যাগে থেকে যায় আরও সাড়ে ৬ লক্ষ টাকা। রাস্তায় বেরিয়ে যখন গাড়িতে উঠতে যাবেন, তখন কৃষ্ণ টের পান, শার্টের পিছনে তরল কিছু একটা পড়েছে। পিছনে থাকা দুই যুবক এগিয়ে এসে একই কথা জানায়। তিনি ঘাড় ঘুরিয়ে শার্টের পিছনদিক দেখার চেষ্টা করেন। সেই সুযোগে কাঁধের ব্যাগ ছিনিয়ে পালায় ওই দুই যুবক। এর আগে সকাল ১১টা নাগাদ ৫৬ হাজার টাকা ছিনতাই হয় স্টেট ব্যাঙ্কের বাজার শাখার সামনে থেকে। ফয়েজ আহমেদ নামে এক ব্যক্তি ৫৬ হাজার টাকা ব্যাঙ্ক থেকে তুলে রাস্তায় নামতেই দুই যুবক জানায়, শার্টে কী লেগে রয়েছে। তিনিও শার্টের পিছন দিকে কোথায় কী বোঝার চেষ্টা করতেই হাতে থাকা ব্যাগ নিয়ে তারা পালায়। পুলিশ এই দুই ঘটনার তদন্তে নামলেও ছিনতাইবাজদের এখনও ধরা যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

assam silchor lakhs snatched
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE