Advertisement
২০ এপ্রিল ২০২৪

পাশ হল মোটর ভেহিক্‌লস বিল

ট্রাফিক আইন ভাঙায় কড়া শাস্তিকে সমর্থন করেও তৃণমূলের সৌগত রায় আপত্তি তোলেন, অ্যাম্বুল্যান্সকে পথ না-ছাড়লে ছয় মাসের জেল ও ১০ হাজার টাকা জরিমানার আইন নিয়ে।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৯ ০২:৪৭
Share: Save:

ট্রাফিক আইন ভাঙায় কড়া শাস্তি ও জরিমানা চালু করতে মোদী সরকারের মোটর ভেহিক্‌ল আইনের সংশোধনী বিল লোকসভায় পাশ হয়ে গেল। ট্রাফিক আইন ভাঙায় কড়া শাস্তির নিদানকে সমর্থন জানালেও এই বিলে বিরোধী দলগুলির মূল আপত্তি ছিল, এতে রাজ্যের অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে। কারণ গাড়ির রেজিস্ট্রেশনের ক্ষমতা আঞ্চলিক পরিবহণ দফতর বা আরটিও-র বদলে গাড়ির ডিলারদের হাতে তুলে দেওয়া হচ্ছে।

এ নিয়ে প্রশ্নের জবাবে আজ কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ী বলেন, এত দিন নিয়ম ছিল নতুন গাড়ি ডিলারদের আরটিও-তে নিয়ে যেতে হত। আরটিও-র অফিসাররা গাড়ি চোখের দেখা দেখে পরীক্ষা করে সিলমোহর বসাতেন। নতুন গাড়িতে চোখে দেখে পরীক্ষা করার কিছু নেই। বাস্তবে কোনও ডিলার গাড়ি নিয়ে আরটিও-তে যেত না। তার বদলে টাকা হাতবদল হত। এখন ডিলাররাই গাড়ির রেজিস্ট্রেশন করবেন। কিন্তু রেজিস্ট্রেশন ফি সবটাই রাজ্য সরকার আগের মতো পাবে। কেন্দ্রের এ ক্ষেত্রে এক পয়সাও বাড়তি আয় হবে না।

ট্রাফিক আইন ভাঙায় কড়া শাস্তিকে সমর্থন করেও তৃণমূলের সৌগত রায় আপত্তি তোলেন, অ্যাম্বুল্যান্সকে পথ না-ছাড়লে ছয় মাসের জেল ও ১০ হাজার টাকা জরিমানার আইন নিয়ে। তাঁর বক্তব্য, যানজটে অ্যাম্বুল্যান্সকে পথ ছাড়ার ইচ্ছে থাকলেও উপায় থাকে না। তার জন্য এত কড়া শাস্তি অযৌক্তিক। গডকড়ী যুক্তি দেন, ক্যামেরায় পরিস্থিতি দেখেই শাস্তির নির্দেশ হবে। গত লোকসভাতেও এই বিল পাশ হয়ে গেলে শেষ পর্যন্ত রাজ্যসভায় আটকে যায়। এ বার লোকসভার পরে রাজ্যসভাতেও বিল পাশ করিয়ে নেওয়া যাবে বলে আশা করছে মোদী সরকার।

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE