Advertisement
২৫ এপ্রিল ২০২৪

‘মাই নেম ইজ় রাগা’

লোকসভা ভোটের মুখে পর্দায় আসতে চলেছে আরও একটি নেতা-চিত্র

মাই নেম ইজ রাগা-র পোস্টার।

মাই নেম ইজ রাগা-র পোস্টার।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৯ ০২:১৬
Share: Save:

লোকসভা ভোটের মুখে পর্দায় আসতে চলেছে আরও একটি নেতা-চিত্র। মনমোহন সিংহ, নরেন্দ্র মোদীর পর এ বার খোদ কংগ্রেস সভাপতির। ছবির নামেই রাহুল গাঁধীর নামের আদ্যোক্ষর— ‘মাই নেম ইজ রাগা।’ রূপেশ পল পরিচালিত ছবির টিজ়ার বেরিয়েছে ৮ ফেব্রুয়ারি। ইন্দিরা-হত্যা পরবর্তী মানসিক বিপর্যয়, বাবা রাজীবকে হারানোর ভয়, ক্রমশ রাজনীতিতে আসা— রাহুলের জীবনের নানা পর্বের চিত্ররূপ দেখা যাচ্ছে সেই ঝলকে। পরিচালক যদিও বলছেন, এখনও শুটিং বাকি। কারণ, প্রিয়ঙ্কা বঢরা রাজনীতিতে এসেছেন। ভোটের মুখে আরও নতুন ঘটনা ঘটে চলেছে। এই সমস্ত ঘটনা শুট করে জোড়ার কাজ বাকি। পরিচালকের কথায়, ‘‘রাহুলকে মহান করে দেখানোর উদ্দেশ্য নেই। এই গল্প এক জন মানুষের, যিনি আক্রমণের শিকার হতে হতে ঘুরে দাঁড়িয়েছেন। এটি ‘বায়োপিক’ নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE