Advertisement
২৫ এপ্রিল ২০২৪

গো-হত্যায় এনএসএ, প্রশ্নের মুখে কংগ্রেস

মধ্যপ্রদেশের কংগ্রেস সরকারের বিরুদ্ধে অবশ্য আগে থেকেই  নরম হিন্দুত্বের রাজনীতি করার অভিযোগ রয়েছে।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ০২:১৪
Share: Save:

গো-হত্যার ঘটনায় তিন অভিযুক্তের বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইন (এনএসএ) প্রয়োগ করে সমালোচনার মুখে মধ্যপ্রদেশের কংগ্রেস সরকার। বুধবার পিডিপি নেত্রী মেহবুবা মুফতির অভিযোগ, গো-রক্ষার নামে বিজেপি আর কংগ্রেস একই পথে হাঁটছে। সিপিএমও বলেছে, ১৫ বছর ধরে মধ্যপ্রদেশের বিজেপি সরকার যে কাজ করে এসেছে, আজ কংগ্রেসও একই কাজ করছে। এটা লজ্জার বিষয়।

শুক্রবার মধ্যপ্রদেশের খান্ডোয়ায় গো-হত্যার অভিযোগে শাকিল, নাদিম ও আজম নামে তিন জনকে গ্রেফতার করা হয়। মামলা হয় জাতীয় সুরক্ষা আইনে। মেহবুবার অভিযোগ, এতেই বোঝা যাচ্ছে, কংগ্রেসও হিন্দুত্বের রাজনীতি করছে। পিডিপি নেত্রীর মন্তব্য, ‘‘উত্তরপ্রদেশে যোগী সরকার মুজফ্‌ফরনগরের গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় ৩৮ জন অভিযুক্তের উপর থেকে মামলা তুলে নিয়েছে। আর মধ্যপ্রদেশে গো-হত্যার ঘটনায় এনএসএ প্রয়োগ করা হয়েছে।’’

মধ্যপ্রদেশের কংগ্রেস সরকারের বিরুদ্ধে অবশ্য আগে থেকেই নরম হিন্দুত্বের রাজনীতি করার অভিযোগ রয়েছে। সম্প্রতি মন্দিরের পুরোহিতদের জন্য ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী কমল নাথ। রাজ্য সরকার পরিচালিত মন্দিরগুলির ২৫ হাজার পুরোহিতের মাসিক ভাতা ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার করা হয়েছে। যে মন্দিরের পাশে গোশালা নির্মাণের সুযোগ রয়েছে, তাদেরও আর্থিক সাহায্য করা হবে। এ ছাড়া, সরকারি খরচে সাড়ে তিন হাজার পূণ্যার্থীকে কুম্ভে নিয়ে যাচ্ছে কমলনাথের সরকার। সরকারের বক্তব্য, পুরোহিতের সঙ্গে মৌলবীদের ভাতাও একই হারে বাড়ানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

NSA Murder National Security Agency Congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE