Advertisement
১৮ এপ্রিল ২০২৪

জোট নিয়ে ছেলেকে খোঁচা মুলায়মের

রায়বরেলী, অমেঠী কেন্দ্র দু’টি কংগ্রেসের জন্য এবং আরও তিনটি আসন অজিত সিংহের রাষ্ট্রীয় লোক দলের জন্য ছেড়ে বাকি ৭৫টি আসনে জোট করেছেন অখিলেশরা।

ছেলে অখিলেশকেই নিশানা করেছেন মুলায়ম সিংহ যাদব। ছবি: পিটিআই।

ছেলে অখিলেশকেই নিশানা করেছেন মুলায়ম সিংহ যাদব। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
লখনউ শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৯ ০২:০২
Share: Save:

উত্তরপ্রদেশে মায়াবতী-অখিলেশ জোট ঘোষণা করতেই ফের বেসুরো মুলায়ম সিংহ যাদব। এ বার তিনি নিশানা করেছেন ছেলে অখিলেশকেই।

রায়বরেলী, অমেঠী কেন্দ্র দু’টি কংগ্রেসের জন্য এবং আরও তিনটি আসন অজিত সিংহের রাষ্ট্রীয় লোক দলের জন্য ছেড়ে বাকি ৭৫টি আসনে জোট করেছেন অখিলেশরা। সেই অঙ্কে বিএসপির থেকে ১টি আসন কম, অর্থাৎ ৩৭টিতে লড়বে সমাজবাদী পার্টি। যৌথ সাংবাদিক বৈঠকে এই ঘোষণা হতেই মায়াবতীকে অর্ধেক আসন ছেড়ে দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন মুলায়ম। বলেন, ‘‘দলকে শেষ করে দিচ্ছে আমাদের নিজেদের লোকেরাই। সমাজবাদী পার্টি অনেক শক্তিশালী দল ছিল। নিজেদের শক্তিতে এ রাজ্যে তিন বার সরকার গড়েছি। তিন বার আমি মুখ্যমন্ত্রী ছিলাম, কেন্দ্রে ক্ষমতায় এলে প্রতিরক্ষামন্ত্রীও হয়েছিলাম...।’’ অখিলেশের প্রতি ক্ষোভ জানিয়ে তাঁর প্রশ্ন, ‘‘আমাকে বলুন, কীসের ভিত্তিতে অর্ধেক আসন ছেড়ে দেওয়া হল? এখন হাতে শুধু অর্ধেক আসন। অথচ আমাদের দল বেশি শক্তিশালী।’’ টিকিট প্রার্থীদের উদ্দেশেও মুলায়মের প্রস্তাব, কোনও আসন পছন্দ হলে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেন তাঁরা। সমাজবাদী পার্টির এক সময়ের শীর্ষ নেতা বলেন, ‘‘অখিলেশ টিকিট দেবে ঠিকই, তবে আমি সে সব বদলাতেও পারি!’’

কয়েক দিন আগেই চলতি লোকসভার শেষ অধিবেশনে মুলায়মের মন্তব্য রাজনীতিতে আলোড়ন তুলেছিল। নরেন্দ্র মোদীকে দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দেখার ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি। যা নিয়ে প্রচারে নেমে পড়ে বিজেপি। যার ফলে চরম অস্বস্তিতে পড়েছিলেন অখিলেশ। লোকসভা ভোটের আগে নিজের ছেলেকে আজ ফের খোঁচা দিলেন মুলায়ম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE