Advertisement
২৩ এপ্রিল ২০২৪
National News

প্রজাতন্ত্র দিবসে নাশকতার ছক! মহারাষ্ট্রে গ্রেফতার ৯ সন্দেহভাজন আইএস জঙ্গি

২০ থেকে ২৫ বছরের মধ্যে দু’জনকে গ্রেফতার করা হয় ঔরঙ্গাবাদের কায়সার কলোনি থেকে। ওরঙ্গাবাদেরই রাহাত কলোনি থেকে ধরা হয় বছর পঁয়ত্রিশের এক জনকে। মুম্ব্রায় গোয়েন্দাদের জালে পড়ে পাঁচ জন। তাঁদের বয়স কুড়ির আশেপাশে। আর নাবালক কিশোর গ্রেফতার হয় ঠাণে থেকে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৯ ১৩:৪৯
Share: Save:

প্রজাতন্ত্র দিবসে বড়সড় নাশকতার ছক? মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তে আইএস জঙ্গি সন্দেহে ধৃত ৯ জনকে গ্রেফতারের পর আপাতত এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে মুম্বই এটিএস-এ। ধৃতদের মধ্যে রয়েছে এক নাবালকও। তবে ধৃতদের নাম-পরিচয় গোপন রেখেছে পুলিশ। প্রাথমিক তদন্তে গোয়েন্দাদের অনুমান, প্রজাতন্ত্র দিবসে বড়সড় নাশকতার ছক কষছিল এই গোষ্ঠী।

মহারাষ্ট্রে আইএস-এর স্লিপার সেল সক্রিয় কিনা, তা নিয়ে তদন্ত করতে বিশেষ একটি বাহিনী গঠন করে মুম্বই পুলিশের এটিএস। দীর্ঘদিন ধরে তথ্যপ্রমাণ জোগাড় করে ৯ জনের সঙ্গে আইএস যোগসাজশের স্পষ্ট প্রমাণ পান গোয়েন্দারা। তার পরই ছোট ছোট কয়েকটি দলে ভাগ হয়ে একযোগে পাঁচটি জায়গায় ‘অপারেশন’ চালান এটিএসগোয়েন্দারা।

২০ থেকে ২৫ বছরের মধ্যে দু’জনকে গ্রেফতার করা হয় ঔরঙ্গাবাদের কায়সার কলোনি থেকে। ওরঙ্গাবাদেরই রাহাত কলোনি থেকে ধরা হয় বছর পঁয়ত্রিশের এক জনকে। মুম্ব্রায় গোয়েন্দাদের জালে পড়ে পাঁচ জন। তাঁদের বয়স কুড়ির আশেপাশে। আর নাবালক কিশোর গ্রেফতার হয় ঠাণে থেকে।

আরও পডু়ন: ভোটের আগে চমক কংগ্রেসের, দলের সাধারণ সম্পাদক হলেন প্রিয়ঙ্কা

আরও পড়ুন: আঠারো মাস আরব সাগরে ঘাটালের যাজ্ঞিক, উদ্ধারে বিদেশ মন্ত্রকে দরবার স্ত্রীর

ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে নানা ধরনের রাসায়নিক, অ্যাসিডের বোতল, চাকু, মোবাইল ফোন, হার্ড ডিস্ক, প্রচুর সিম কার্ডের মতো সন্দেহজনক জিনিসপত্র। আর এ থেকেই পুলিশের অনুমান, নাশকতার উদ্দেশে ‘কাজ শুরু করে দিয়েছিল’ এই সন্দেহভাজন আইএস জঙ্গিরা। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, দেশদ্রোহিতার মতো ধারায় মামলা দায়ের হয়েছে। জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য়প্রমাণ জোগাড়ের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে মুম্বই পুলিশের এটিএস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mumbai ATS ISIS
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE