Advertisement
২৪ এপ্রিল ২০২৪

আইএএস-দের কি ব্রাত্য করছেন মোদী

মন্ত্রিসভার নিয়োগ কমিটির সদস্য মাত্র দু’জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ছবি: পিটিআই।

ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৯ ০০:৫৯
Share: Save:

একেবারে ৩৩ জনকে যুগ্ম-সচিব নিযুক্ত করেছে মোদী সরকার। কিন্তু তাঁদের মধ্যে আইএএস মাত্র ৭ জন। সোমবার রাতে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটির এই সিদ্ধান্তে প্রশ্ন উঠেছে, মোদী সরকার কি দিল্লিতে আইএএস-দের প্রভাব কমাতে চাইছে? না কি আইএএস-রাই মোদী জমানায় দিল্লিতে কাজ করতে চাইছেন না?

মন্ত্রিসভার নিয়োগ কমিটির সদস্য মাত্র দু’জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই কমিটিই সোমবার ৩৩ জন আমলাকে যুগ্ম-সচিব পদে নিয়োগের সিদ্ধান্ত নেয়। তার মধ্যে ৭ জন আইএএস। বাকিরা রেভেনিউ সার্ভিস, অডিট-অ্যাকাউন্টস সার্ভিস, রেলওয়ে অ্যাকাউন্টস সার্ভিস, স্ট্যাটিস্টিকাল সার্ভিসের অফিসার। এমন সিদ্ধান্ত অভূতপূর্ব বলেই মনে করছে আইএএস মহল। শুধু নিয়োগ নয়, মোদী সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর যে ৫৭ জন আইএএস-কে যুগ্ম-সচিব হিসেবে তালিকাভুক্ত করেছে, তাঁদের মধ্যেও মাত্র একজন আইএএস।

আইএএস মহলের খবর, মোদী জমানায় খুব কম আইএএস অফিসারই কেন্দ্রে কাজ করতে চাইছেন।

চলতি মাসেই মোদী সরকার সমস্ত রাজ্যকে চিঠি লিখে আরও বেশি সংখ্যায় আইএএস-দের কেন্দ্রে ডেপুটেশনে পাঠানোর আর্জি জানিয়েছে। কেন্দ্রীয় সরকারের অবশ্য ব্যাখ্যা, যুগ্ম-সচিবের নিচু তলার পদগুলিতে আইএএস-দের অভাব রয়েছে বলেই এই আর্জি।

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IAS Narendra Modi BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE