Advertisement
১৯ এপ্রিল ২০২৪

সড়ক চালু করেও তির কংগ্রেসকে

ভোটের মরশুমে ভিন্‌ রাজ্যে রাস্তা উদ্বোধন করতে গিয়েও কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাল্টা জবাব দিল রাহুল গাঁধীর দলও।

রাস্তা উদ্বোধন করতে গিয়েও কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রাস্তা উদ্বোধন করতে গিয়েও কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সংবাদ সংস্থা
গুরুগ্রাম শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৮ ০৩:৩৪
Share: Save:

ভোটের মরশুমে ভিন্‌ রাজ্যে রাস্তা উদ্বোধন করতে গিয়েও কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাল্টা জবাব দিল রাহুল গাঁধীর দলও।

রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়ের ভোটের প্রচারে মোদী-রাহুলের তরজা চলেছে বেশ কিছু দিন থেকেই। এ বার হরিয়ানা থেকেও কংগ্রেসকে নিশানা করে তির ছুড়লেন মোদী। গুরুগ্রামে গিয়ে প্রধানমন্ত্রী এ দিন কুন্দি-মানেসর-পলওয়াল এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন। সঙ্গে ছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। মোদী এখানে বলেন, ‘‘আজকের দিনটা হরিয়ানার জন্য বিশেষ তাৎপর্যের। কারণ, এই এক্সপ্রেসওয়ে রাজ্যের পরিবহণ ক্ষেত্রে বিপ্লব নিয়ে আসবে।’’ এর পরেই প্রধানমন্ত্রীর অভিযোগ, এক দশক আগে, কমনওয়েলথ গেমসের সময়েই এই রাস্তার কাজ শেষ হতে পারত। কিন্তু দুর্নীতির কারণে দেরি হয়েছে। কংগ্রেসকে আক্রমণ করে মোদীর মন্তব্য, ‘‘ওদের ভুলে জনগণের টাকা নষ্ট হয়েছে। প্রকল্পের খরচ তিনগুণ বেড়ে গিয়েছে।’’

জবাব দিয়েছে কংগ্রেসও। দলের নেতা রণদীপ সিংহ সুরজেওয়ালা বলেন, ‘‘এক্সপ্রেসওয়ের কাজ শেষ হয়নি। তা সত্ত্বেও শুধু প্রচার পেতে এটি চালু করলেন প্রধানমন্ত্রী। অসমাপ্ত হাইওয়ে উদ্বোধন করে মোদীজি জনগনের জীবনে ঝুঁকি নিয়ে এলেন।’’ কংগ্রেস নেতার অভিযোগ, এই রাস্তা যাতাযাতের জন্য খুলে দেওয়ার আগে ইঞ্জিনিয়ারদের ছাড়পত্রও নেওয়া হয়নি। এমনকি, তৃতীয় পক্ষ পরামর্শদাতা সংস্থা এর কাজ শেষ হওয়ার শংসাপত্র দিতে রাজি হয়নি। দুর্ঘটনা ঘটলে দায় নিতে অস্বীকার করে হরিয়ানা রাজ্য শিল্প ও পরিবহণ উন্নয়ন পর্ষদও। এই পরিস্থিতিতে বেসরকারী সংস্থার লাভের জন্যই মোদী হাইওয়ের উদ্বোধন

করছেন বলে অভিযোগ কংগ্রেসের।

৩ হাজার ৮৪৬ একর জমিতে গড়ে তোলা হাইওয়ে তৈরিতে খরচ হয়েছে ৬ হাজার ৪০০ কোটি টাকা। এ দিন বল্লভগড়-মুজেসর মেট্রোরেল প্রকল্পেরও উদ্বোধন করেন মোদী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE