Advertisement
২৫ এপ্রিল ২০২৪
National News

দেশের প্রথম মেট্রোয় বাজপেয়ী? ভুল বললেন মোদী

দেশের প্রথম মেট্রোতে নাকি চড়েছিলেন অটলবিহারী বাজপেয়ী। গত ২৫ ডিসেম্বর দিল্লি মেট্রোর সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন করে এমনটাই বলেছিলেন মোদী।

দিল্লি মেট্রোর সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পিটিআইয়ের তোলা ফাইল চিত্র।

দিল্লি মেট্রোর সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পিটিআইয়ের তোলা ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৭ ২০:৩৬
Share: Save:

প্রধানমন্ত্রীর মানচিত্র থেকে কি কলকাতা উধাও হয়ে গিয়েছে? নইলে এমন ভুলটা করলেন কী করে?

দেশের প্রথম মেট্রোতে নাকি চড়েছিলেন অটলবিহারী বাজপেয়ী। গত ২৫ ডিসেম্বর দিল্লি মেট্রোর সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন করে এমনটাই বলেছিলেন মোদী।

ঘটনাচক্রে ওই দিনে ছিল বাজপেয়ীর জন্মদিনও। দিল্লি মেট্রোর ম্যাজেন্টা লাইনের উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের জন্য এটা গর্বের বিষয় যে ২৪ ডিসেম্বর ২০০২-এ অটলবিহারী বাজপেয়ী এ দেশের প্রথম মেট্রোর যাত্রী হয়েছিলেন।” সর্বৈব ভুল বললেন প্রধানমন্ত্রী। কারণ তার থেকে ১৮ বছর আগে এ দেশে প্রথম মেট্রো রেল চলেছিল। এবং তা চলেছিল কলকাতায়।

আরও পড়ুন
কাশ্মীরে ‘কাঁটা’ সরাতে কলকাতা, দিল্লিতে যুদ্ধের হুমকি আল কায়দার
পাকিস্তানকে চার টুকরো করতে হবে, যুদ্ধ ঘোষণা করুক ভারত: সুব্রহ্মণ্যন
মনমোহনের দায়বদ্ধতা নিয়ে কোনও সংশয় নেই, আমরা শ্রদ্ধাশীল: জেটলি

কলকাতা মেট্রোর উদ্বোধনী সফরে সংসদের তৎকালীন। —ফাইল চিত্র।

১৯৮৪ সালের ২৪ অক্টোবর কলকাতায় চালু হল দেশের প্রথম মেট্রো। তৈরি হল ইতিহাস। দিল্লি মেট্রোর সুখ্যাতি করতে গিয়ে সেই ইতিহাসটাই ভুলে গিয়েছিলেন মোদী।

১৯৭১-এ তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব জার্মানির ইঞ্জিনিয়ারদের সহায়তায় কলকাতা মেট্রোর নীল নকশা (ব্লু প্রিন্ট) তৈরি হয়। ১৯৭২-এ সেই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধী। এর এক যুগ পর কাজ শেষ হয়। এসপ্ল্যানেড থেকে ভবানীপুর (নেতাজি ভবন) পর্যন্ত ৩.৪ কিলোমিটার লাইনই ছিল কলকাতা মেট্রোর প্রথম যাত্রাপথ। পরে একটু একটু করে সেই পথ বাড়তে বাড়তে আপাতত নোয়াপাড়া থেকে নিউ গড়িয়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE