Advertisement
২৩ এপ্রিল ২০২৪

সাড়ে ৫টায় রবীন্দ্রনাথ! ‘মনের কথা’ বলেই ফেললেন নরেন্দ্র মোদী

নরেন্দ্র মোদী বলেছেন, ‘‘আনন্দলোকে, আগুনের পরশমণির মতো কবিতা শোনার সুযোগ যখন হত, মনে অনেক চেতনা পেতাম।’’ আজ রেডিয়োয় ছিল তাঁর ‘মন কি বাত’ অনুষ্ঠান।

মোদী বলেছেন, ‘‘আনন্দলোকে, আগুনের পরশমণির মতো কবিতা শোনার সুযোগ যখন হত, মনে অনেক চেতনা পেতাম।’’

মোদী বলেছেন, ‘‘আনন্দলোকে, আগুনের পরশমণির মতো কবিতা শোনার সুযোগ যখন হত, মনে অনেক চেতনা পেতাম।’’

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৮ ০৪:০৭
Share: Save:

রবীন্দ্রে মুগ্ধ নরেন্দ্র। মুগ্ধ রবীন্দ্রসঙ্গীতেও। কবিগুরুকে নিয়ে আজ ‘মনের কথা’ বলেই ফেললেন নরেন্দ্র মোদী। জানালেন, ছোটবেলা থেকেই ভোরে উঠে রেডিয়োয় রবীন্দ্রনাথের গান শোনার অভ্যাস ছিল তাঁর।

কোন গান?

মোদী বলেছেন, ‘‘আনন্দলোকে, আগুনের পরশমণির মতো কবিতা শোনার সুযোগ যখন হত, মনে অনেক চেতনা পেতাম।’’ আজ রেডিয়োয় ছিল তাঁর ‘মন কি বাত’ অনুষ্ঠান। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গ তুলে নিজের কথাও শুনিয়েছেন প্রধানমন্ত্রী। বলেছেন, ছোটবেলা থেকেই খুব সকালে উঠতেন তিনি। পূর্ব ভারতে রেডিয়োর অনুষ্ঠান পশ্চিমের চেয়ে অনেক তাড়াতাড়ি শুরু হত। মোদীর কথায়, ‘‘বাংলা ভাষা তো জানি না। মোটামুটি আন্দাজে বলছি, ভোর সাড়ে পাঁচটায় রেডিয়োতে রবীন্দ্রসঙ্গীত শুরু হত। তাড়াতাড়ি উঠে সেটা শোনা আমার অভ্যাস হয়ে গিয়েছিল।’’

উত্তর ২৪ পরগনার দেবীতোলা গ্রামের অয়ন বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে লিখেছিলেন যে, প্রতি বছর রবীন্দ্র জয়ন্তী পালন করা হলেও শান্তি, সৌন্দর্য, সম্প্রীতিতে বাঁচা নিয়ে বিশ্বকবির দর্শনের কথা অনেকে জানেন না। তাই ‘মন কি বাত’-এ এই নিয়ে আলোচনা দরকার। তারই উত্তরে মোদী আজ বলেছেন, ‘গুরুদেব ঠাকুর’ জ্ঞান ও বিবেকসম্পন্ন ব্যক্তি ছিলেন। তাঁর লেখা সবার উপরেই অমোঘ ছাপ ফেলেছে। প্রধানমন্ত্রীর কথায়, ‘‘রবীন্দ্রনাথ ছিলেন এক প্রতিভাশালী ব্যক্তিত্ব, যাঁর মধ্যে এক জন শিক্ষককেও প্রতি মুহূর্তে অনুভব করতে পারি। তিনি ‘গীতাঞ্জলি’-তে লিখেছেন, যাঁর জ্ঞান আছে, তাঁর দায়িত্ব জিজ্ঞাসুদের তা বিতরণ করা।’’

এর পরেই পশ্চিমবঙ্গের নেতাদের সঙ্গে যোগাযোগ করেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। রাহুল সিংহকে দিয়ে বিবৃতি দেওয়ানো হয়, ‘‘দেশ ও বাংলার সংস্কৃতিতে রবীন্দ্রনাথের বিরাট অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে সেলাম।’’ দলীয় নেতাদের মতে, ভোট যত এগিয়ে আসছে, রাজ্যওয়াড়ি সংস্কৃতির সঙ্গে মেলবন্ধন তত বাড়াতে চাইছেন মোদী।

তবে একটি কৌতূহলও আছে কারও কারও!

সেটি হল, ছোটবেলায় রেডিয়োর কোন স্টেশনে ভোর সাড়ে পাঁচটায় রবীন্দ্রসঙ্গীত শুনতেন মোদী? আকাশবাণী কলকাতা সূত্র জানাচ্ছে, তাদের সম্প্রচারই শুরু হয় ভোর ৫টা ৫০ মিনিটে। কলকাতা ক-এ রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানের জন্য বাঁধা সময় সকাল ৭টা ৪৫ মিনিট। তার আগে ৬টা ১০ মিনিটে মূলত ভক্তিগীতির আরও একটি অনুষ্ঠান রয়েছে। এক প্রাক্তন কর্তার কথায়, ‘‘এখন এফএমে সারা রাত রবীন্দ্রসঙ্গীত চলে। ওঁর ছোটবেলায় কোন স্টেশনে অত ভোরে রবীন্দ্রসঙ্গীত শোনাত, তা বলতে পারব না।’’ কংগ্রেসের প্রদেশ সভাপতি অধীর চৌধুরী বলেন, ‘‘আমার জানা নেই, ভোর সাড়ে পাঁচটায় রবীন্দ্রসঙ্গীত হত কি না। নিশ্চয়ই তথ্যের অধিকার আইনে সেটি জানা যাবে!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE