Advertisement
২৫ এপ্রিল ২০২৪

কৃষি থেকে ব্যবসা, আক্রমণে রাহুল

শিল্পপতিদের স্বার্থে ছোট ব্যবসায়ীদের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন নরেন্দ্র মোদী। নিজের নির্বাচনী কেন্দ্র অমেঠীতে দাঁড়িয়ে এই অভিযোগ আনলেন রাহুল গাঁধী।

রাহুল গাঁধী। ফাইল চিত্র।

রাহুল গাঁধী। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৮ ০৪:২৫
Share: Save:

শিল্পপতিদের স্বার্থে ছোট ব্যবসায়ীদের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন নরেন্দ্র মোদী। নিজের নির্বাচনী কেন্দ্র অমেঠীতে দাঁড়িয়ে এই অভিযোগ আনলেন রাহুল গাঁধী।

বিজেপি সভাপতি অমিত শাহ আর রাহুল— আজ দু’জনেই ছিলেন উত্তরপ্রদেশে। মির্জাপুরে দাঁড়িয়ে অমিত তুলে ধরেন খরিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বাড়াতে মোদী সরকারের পদক্ষেপের কথা। আর ফুসরতগঞ্জে দলের কর্মিসভায় রাহুলের মন্তব্য, ‘‘নোটবন্দি আর জিএসটি করে মোদী প্রথমে আপনাদের পকেটের টাকা ছিনিয়ে নিয়েছেন। পরে বিজয় মাল্য, নীবর মোদীদের সে সব বিলিয়ে দিয়েছেন।’’ তাঁর অভিযোগ, ১৫ জন বড় ব্যবসায়ীকে ২ লক্ষ কোটি টাকা মকুব করেছে মোদী সরকার। রাহুলের মন্তব্য, ‘‘মোদীজির প্রথম কাজ, ছোট, মাঝারি ব্যবসায়ীর মেরুদণ্ড ভেঙে দেওয়া।’’

অমেঠীর সভায় চাষিদের দুর্দশা নিয়ে সরব হন রাহুল। ঋণের দায়ে কৃষকের আত্মহত্যার ঘটনাগুলি নিয়ে আওয়াজ তোলেন তিনি। সভার পরেই পৌঁছন পুরে ধিনগাই গ্রামে। সরকারি কেন্দ্রে ফসল বিক্রি করতে গিয়ে অপেক্ষা করার সময়ে মৃত্যু হয়েছিল এই গ্রামেরই এক কৃষকের।

পাশাপাশি, এ দিন রাহুল টেনে এনেছেন কৃষিঋণ মকুব করতে কর্নাটকের জোট সরকারের পরিকল্পনার কথাও। আগামিকালই সেখানে বাজেট পেশ হতে চলেছে। টুইটারে রাহুল লিখেছেন, ‘‘আমার বিশ্বাস, ঋণ মকুবে আমাদের প্রতিশ্রুতি পালন করবে কর্নাটক। কৃষিকে আরও লাভজনক করার চেষ্টা করবে। কর্নাটকের বাজেটে গোটা দেশের চাষিদের মনে আশার আলো দেখানোর সুযোগ মিলবে।’’

চাষিদের দুর্দশা নিয়ে রাহুল যখন সরব, তখন মোদী সরকারের ‘কৃষক-দরদি’ মনোভাব তুলে ধরতে তৎপর ছিলেন অমিত। লোকসভা ভোটের প্রস্তুতিতে দলের সব সময়ের কর্মীদের সঙ্গে বৈঠক করতে মির্জাপুরে গিয়েছেন অমিত। ২৩ দফা কর্মসূচির মধ্যে দিয়ে কর্মীদের এগোনোর পরামর্শ দেন তিনি। এখানেই বিজেপি সভাপতি সাংবাদিকদের বলেন, ‘‘খরিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়ে চাষিদের সঙ্কট মেটাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে মোদী সরকার। অমিতের দাবি, ‘‘কোনও কোনও কোনও ফসলের ন্যূনতম সহায়ক মূল্য ৫০ শতাংশও বাড়তে পারে। ঐতিহাসিক এই পদক্ষেপের মধ্য দিয়ে চাযিদের ৭০ বছরের পুরনো দাবি সরকার মেনে নিয়েছে।’’

ব্যবসায়ীদের সঙ্কট কিংবা চাষিদের সমস্যা নিয়ে টানাপড়েনই শুধু নয়, অমেঠীর সভায় মোদীর স্বপ্নের বুলেট ট্রেন প্রকল্প নিয়েও আজ কটাক্ষ করেন রাহুল। তাঁর মন্তব্য, ‘‘বুলেট ট্রেন হল ম্যাজিক ট্রেন। বিজেপির আমলে কখনওই বাস্তবায়িত হবে না।’’

বিদেশনীতির ব্যর্থতা নিয়ে কংগ্রেস সভাপতির কটাক্ষ, ‘‘এক দিকে ডোকলামের মতো ঘটনা ঘটছে, অন্য দিকে চিনের প্রেসিডেন্টের সঙ্গে দোলনায় দুলছেন মোদী।’’

মোদীর পাশাপাশি এ দিন সঙ্ঘ পরিবারকেও নিশানা করেন রাহুল। ফুসরতগঞ্জের সভায় তিনি বলেন, ‘‘ধর্ম বা জাত যা-ই হোক, দেশের কোনও মানুষকে দেখলে আমরা তাঁকে ভারতীয় বলি। তাঁর প্রতি ভালবাসা দেখাই। কিন্তু আরএসএস ভারতীয়দের দেখে ধর্ম আর জাত বিচার করে। এটাই ওদের সঙ্গে আমাদের পার্থক্য।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE