Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বিষ, ঘৃণা ও মিথ্যেই হাতিয়ার মোদীর: রাহুল

হারের পরে ইস্তফা দিতে চেয়েছেন রাহুল। কংগ্রেস সূত্রের খবর, এখনও পর্যন্ত এ ব্যাপারে তিনি অনড় অবস্থানেই রয়েছেন।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
ওয়েনাড শেষ আপডেট: ০৯ জুন ২০১৯ ০৩:৫৮
Share: Save:

লোকসভা ভোটে বিপর্যয় হয়েছে ঠিকই। কিন্তু নরেন্দ্র মোদীকে আক্রমণের রাজনীতি থেকে সরে এলেন না রাহুল গাঁধী। জয়ের পরে কেরলে নিজের নির্বাচনী কেন্দ্র ওয়েনাডের মানুষদের কৃতজ্ঞতা জানাতে এসে রাহুল আজ মোদীকে তীক্ষ্ণ ভাষায় আক্রমণ করেন। বলেন, ‘‘জাতীয় স্তরে বিষের সঙ্গে লড়াই করছে কংগ্রেস। ...লোকসভা ভোটে মোদীর প্রচারে ছিল বিষ, ঘৃণা আর মিথ্যে।’’ কংগ্রেস সভাপতি জানিয়ে দেন, ভোটের ফল যা-ই হোক, বিজেপির সৃষ্টি করা অসহিষ্ণুতার বিরুদ্ধে লড়ে যাবে তাঁর দল।

হারের পরে ইস্তফা দিতে চেয়েছেন রাহুল। কংগ্রেস সূত্রের খবর, এখনও পর্যন্ত এ ব্যাপারে তিনি অনড় অবস্থানেই রয়েছেন। যত ক্ষণ না পর্যন্ত রাহুল মনস্থির করছেন, তত দিন কোনও কার্যনির্বাহী সভাপতি নিয়োগ কিংবা কয়েক জন নেতা মিলে কাজ পরিচালনার বিশেষ ব্যবস্থা করা, এ সব নিয়েও দলের শীর্ষ স্তরে চিন্তাভাবনা চলছে। রাহুল কেরল থেকে ফিরলে এ নিয়ে আলোচনা হবে। এ দিকে, গত কাল থেকে ওয়েনাডের মানুষের সমস্যা নিয়ে আলোচনা করছেন রাহুল। বিভিন্ন প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেছেন। রাজনৈতিক ভেদাভেদ নয়, ওয়েনাডে রাহুল দিতে চেয়েছেন ঐক্যের বার্তা। বলেছেন, ‘‘এখানকার সব দল আমাকে সমর্থন করেছে। ওয়েনাডের মানুষের অনেক সমস্যা। এর সমাধান করতে এক হয়ে কাজ করবো।’’

তবে জাতীয় স্তরের রাজনীতি নিয়ে আজও রাহুলের সুর ছিল চড়া। এ দিন একটি রোড শোয়ে তিনি বলেন, ‘‘লোকসভা ভোটে মোদীর প্রচারে ছিল বিষ, ঘৃণা আর মিথ্যে। সে সবই তাঁর অস্ত্র। মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতে এগুলি তিনি ব্যবহার করেছেন। তবে কংগ্রেস ভালবাসা আর সত্যের প্রতি দায়বদ্ধ।’’ এ দিন বেশ কয়েকটি জায়গায় রোড শো ছিল রাহুলের। একটি সভায় তিনি জানান, কংগ্রেস শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করবে। গরিব মানুষের স্বার্থ দেখবে। রাহুলের মন্তব্য, ‘‘মোদীর টাকা থাকতে পারে, মিডিয়া তাঁর দিকে থাকতে পারে, অনেক ধনী লোক তাঁর বন্ধু হতে পারেন, কিন্তু বিজেপির সৃষ্টি করা অসহিষ্ণুতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে কংগ্রেস। ভালবাসার পথেই সেটা হবে।’’

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rahul Gandhi Politics Narendra Modi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE