Advertisement
১৬ এপ্রিল ২০২৪

এ বার ভিন্গ্রহে যাবেন মোদী, খোঁচা উদ্ধবের

দিল্লি থেকে অমিত শাহ এসেছিলেন মান ভাঙাতে। গত ৬ জুন উদ্ধব ঠাকরের সঙ্গে ১০০ মিনিট বৈঠক হয়। কিন্তু তাতে ফল যে কিছু হয়নি, আজ তা ফের স্পষ্ট করে দিল শিবসেনা। দলের ৫২তম প্রতিষ্ঠা দিবসে বিজেপি ও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আরও সুর চড়ালেন উদ্ধব ঠাকরে।

শিবসেনার প্রতিষ্ঠা দিবসে উদ্ধব। মুম্বইয়ে মঙ্গলবার। ছবি: পিটিআই।

শিবসেনার প্রতিষ্ঠা দিবসে উদ্ধব। মুম্বইয়ে মঙ্গলবার। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২০ জুন ২০১৮ ০২:৫১
Share: Save:

দিল্লি থেকে অমিত শাহ এসেছিলেন মান ভাঙাতে। গত ৬ জুন উদ্ধব ঠাকরের সঙ্গে ১০০ মিনিট বৈঠক হয়। কিন্তু তাতে ফল যে কিছু হয়নি, আজ তা ফের স্পষ্ট করে দিল শিবসেনা। দলের ৫২তম প্রতিষ্ঠা দিবসে বিজেপি ও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আরও সুর চড়ালেন উদ্ধব ঠাকরে। একের পর এক প্রশ্ন ছুড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি নেতৃত্বের দিকে। মোদীর ঘনঘন বিদেশ সফর ও তাঁর বাসভবনের উপরে অজানা উড়ন্ত বস্তু (ইউএফও) দেখতে পাওয়া নিয়ে তাঁর কটাক্ষ, ‘‘এ বার মোদী ভিন্‌গ্রহে সফর শুরু করবেন!’’ লোকসভা ভোট নিয়ে উদ্ধবের হুঁশিয়ারি, গত বার ‘মিথ্যে বিলিয়ে’ ক্ষমতায় এসেছেন মোদী। এ বারে আর সেটি হচ্ছে না।

পাকিস্তানের তরফে সঙ্ঘর্ষবিরতি লঙ্ঘন ও জম্মু-কাশ্মীরে সন্ত্রাস নিয়ে গত কালই শিবসেনা প্রশ্ন তুলেছিল, দেশে আদৌ কি কোনও প্রতিরক্ষামন্ত্রী আছেন? আর আজ জম্মু-কাশ্মীরের মেহবুবা সরকার থেকে বিজেপি সরে আসার পর উদ্ধবের প্রশ্ন, ‘‘এই সরকারটা যে অকাজের, তিনটি বছর খরচ করে ও ৬০০ জওয়ান বলি দিয়ে সেটা বুঝতে হল?’’ তাঁর আরও প্রশ্ন, ‘‘সন্ত্রাসের সঙ্গে যদি ধর্মের সম্পর্ক না থাকে, তবে রমজানের সময় কেন সংঘর্ষবিরতি ঘোষণা করতে হল?

সন্ধেয় উদ্ধবের এই আক্রমণের আগে শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেন, ‘‘লোকসভা ভোটে অস্বস্তিকর প্রশ্ন এড়াতে এটা বিজেপির রাজনৈতিক চাল ছাড়া কিছু নয়। উদ্ধব ঠাকরে প্রথম থেকেই বলে এসেছেন পিডিপি-বিজেপি জোট জাতীয়তাবিরোধী আঁতাঁত। উদ্ধবজির কথাই ঠিক প্রমাণিত হল।’’ সঞ্জয়ের অভিযোগ, ‘‘ক্ষমতার লোভেই ওরা জোট বেঁধেছিল। তার জন্য আমাদের জওয়ানদের চড়া দাম দিতে হয়েছে। জম্মু-কাশ্মীরে ওই জোট ক্ষমতা দখলের পরে অনেক বেশি জওয়ান শহিদ হয়েছেন।’’

আরও পড়ুন: রাহুলের জন্মদিনের ভিড়ে হঠাৎ অমিত

মোদীকে আক্রমণ করে শিবসেনার মুখপত্র ‘সামনা’য় আজ লেখা হয়েছে, ‘‘গোটা দেশে আঁধি (ধুলোঝড়) চলছে। মানুষ দুর্দশায় রয়েছেন। প্রধানমন্ত্রী বেশির ভাগ সময় বিদেশে থাকেন বলে তাঁর নাকে-চোখে ওই ধুলো ঢোকে না। কিন্তু ক্ষমতার মোহ কখনও শিবসেনাকে গ্রাস করতে পারেনি। ভবিষ্যতেও পারবে না।’’

আসলে মহারাষ্ট্রে নিজেদের জমি ফিরে পেতে উদ্ধবরা এখন মরিয়া। মহারাষ্ট্রে ২০১৪-র লোকসভা ও বিধানসভা ভোটে একাই লড়েছিল শিবসেনা। এ বারেও যে তারা সেই পথে হাঁটবে, সে কথা জানিয়ে রেখেছে আগেই। আজও শিবসেনা জানিয়েছে, ২০১৯-এ লোকসভা ও মহারাষ্ট্রর বিধানসভা ভোটে একাই লড়বে তারা। ‘সামনা’য় তাগের দাবি, ‘‘২০১৪-র ভোটের ফল ছিল রাজনৈতিক দুর্ঘটনা। ২০১৯-এ পুনরাবৃত্তি হবে না। আগামী ভোটে দিল্লির সিংহাসন কাদের হবে, শিবসেনাই তা ঠিক করবে এবং একাই সরকার গড়বে মহারাষ্ট্রে।’’

২০১৪-র বিধানসভা ভোটে আলাদা ভাবে লড়ে মোট ২৮৮টি আসনের মধ্যে বিজেপি পেয়েছিল ১২২টি। শিবসেনা ৬০টি। এর পরে অবশ্য রাজ্যে জোট বেঁধেই সরকার গড়ে দু’টি দল। সংখ্যার জোরে মুখ্যমন্ত্রীর পদটি যায় বিজেপির হাতে। এ নিয়ে শিবসেনার যুব সংগঠনের নেতা আদিত্য ঠাকরের বক্তব্য, ‘‘এত দিন নিজেদের শক্তি যাচাই করিনি আমরা। ভোটে লড়ে গিয়েছি। যা পেয়েছি, তা নিয়ে সন্তুষ্ট থেকেছি। এটা আর চলবে না। নিজেদের শক্তিতে সরকার গড়তে আমরা একা লড়ার সিদ্ধান্ত নিয়েছি। পালঘর লোকসভা আসনের উপনির্বাচন ছিল তার শুরু।’’ ২৫ জুন মুম্বই, নাসিক ও কোঙ্কণ এলাকায় বিধান পরিষদের চারটি আসনের ভোট রয়েছে। এগুলিতেও লড়াই শিবসেনা বনাম বিজেপির।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE